দয়া করে কেউ আমাকে এখনি মেরে ফেলুন...আমাকে ৪টের মধ্যে স্বর্গে পৌঁছতে হবে
`দয়া করে কেউ আমাকে এখনি মেরে ফেলুন... আমাকে ৪টের মধ্যে স্বর্গে পৌঁছতে হবে।`
ওয়েব ডেস্ক: 'দয়া করে কেউ আমাকে এখনি মেরে ফেলুন... আমাকে ৪টের মধ্যে স্বর্গে পৌঁছতে হবে।'
ভাবছেন এ নিশ্চয় কোনও পাগলের প্রলাপ। সময়ের মধ্যে স্বর্গে পৌঁছনোর জন্য নিজেকে মেরে ফেলার আবেদন, এ কাজ কি পাগল ছাড়া কোনও সুস্থ মানুষের হতে পারে? উত্তরটা হ্যাঁ। সম্পূর্ণ সুস্থ, স্বাভাবিক এক মানুষেরই এই কাতর আবেদন। উত্তর পেশোয়ারের পেশমের্গায় কুর্দিশদের হাতে ধরা পড়ে এক আইসিস জঙ্গি। জঙ্গিটির কোমরে বাঁধা ছিল বম্ব বেল্ট। সেই বেল্টের বোম ফেটেই আহত হয় সে এবং হাঁটা চলা করতে না পেরে ধরা পড়ে যায়। ধরা পড়ার পড় থেকেই সে কুর্দিশদের কাছে কাতর অনুরোধ করতে থাকে, 'দয়া করে কেউ আমাকে এখনি মেরে ফেলুন... আমাকে বিকেল ৪টের মধ্যে স্বর্গে পৌঁছতে হবে।' কিন্তু এমন অনুরোধের কারণ কী?
দিনটা ছিল মুসলিমদের উৎসব ইসরা ও মিরাজের। কথিত আছে ওই দিন নাকি আল্লাহ হজরত মহম্মদকে মক্কা থেকে নিয়ে গিয়েছিলেন জেরুজালেমে তারপর সেখান থেকে স্বর্গে। তাই ওই দিন ওই সময় স্বর্গে উৎসব হয়। সেই উৎসব শুরু হয় বিকেল ৪টে থেকে। ওই উতসবে যোগ দেওয়ার জন্য কোমরে বোমার বেল্ট বেঁধে আত্মহত্যার পরিকল্পনা করেছিল এক দল জেহাদি। কিন্তু কুর্দিশদের হাতে ধরা পড়ে যাওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে যায় ওই জেহাদির। তাই স্বর্গের উৎসবে যোগ দেওয়ার জন্য তার কাতর অনুরোধ, 'দয়া করে কেউ আমাকে এখনি মেরে ফেলুন...'