গাড়ি চালাতেই চালাতেই সেক্স টয় নিয়ে `খেলছিলেন`, তারপর?
যৌনতার `জ্বালা` বড্ড ভীষণ! সে এমন তাড়িয়ে বেড়ায় যে স্থান-কাল-পাত্র নেই, মানুষকে বিপদে ফেলে দেয়। কামনা তাড়িত হয়ে মানুষও এক একসময় এমন `অদ্ভুত` কাণ্ড ঘটায় যা নিজের চোখ-কানও মাঝে মাঝে বিশ্বাস করতে চায় না।
ওয়েব ডেস্ক : যৌনতার 'জ্বালা' বড্ড ভীষণ! সে এমন তাড়িয়ে বেড়ায় যে স্থান-কাল-পাত্র নেই, মানুষকে বিপদে ফেলে দেয়। কামনা তাড়িত হয়ে মানুষও এক একসময় এমন 'অদ্ভুত' কাণ্ড ঘটায় যা নিজের চোখ-কানও মাঝে মাঝে বিশ্বাস করতে চায় না।
গাড়ি চালাতে চালাতেই সেক্স টয় নিয়ে খেলছিলেন এক মহিলা। যার ফল হল ভয়াবহ। তাঁর গাড়ি গিয়ে সোজা ধাক্কা মারে রাস্তায় দাঁড়িয়ে থাকা এক ভ্যানে। দুর্ঘটনার পরই ভ্যানচালক টাকা দিয়ে ব্যাপারটা মিটিয়ে ফেলতে চান বছর ৩০-এর ওই মহিলা। কিন্তু ভ্যানের মালিক নিকটবর্তী ট্র্যাফিকের পুলিস CCTV ফুটেজ পরীক্ষা করতে যান। আর তখনই ধরা পড়ে, এমা! এ কী কাণ্ড! CCTV ফুটেজে দেখা যায় গাড়ি ড্রাইভিং করতে করতে ওই মহিলা যৌন কর্মে রত।