ওয়েব ডেস্ক: ছাত্রদের কাছে এতদিন ছিলেন প্রফেসর। হঠাত্‌ আবিষ্কৃত হল তিনি পর্নস্টারও!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হ্যাঁ, এমন আশ্চর্য ঘটনাই ঘটেছে। ম্যানচেষ্টার ইউনিভার্সিটির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ছিলেন নিকোলাস গোডার্ড নামে ওই ব্যক্তি। একদিন হঠাত্‌ তাঁর এক ছাত্রের মনে হয়, সে যেন কোনও পর্ন সিনেমায় ওই অধ্যাপককে দেখেছে। আর এরপরেই সবার সম্মুখে চলে আসে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপকের কূকীর্তির কথা।


গত প্রায় ১০ বছর ধরে পর্ন সিনেমা করছেন ওই অধ্যাপক। সেখানে তিনি ওল্ড নিক নামে পরিচিত। পর্ন সিনেমার পাশাপাশি তিনি অধ্যাপনাও করেন। শুধু তাই নয়, তাঁর নামে প্রকাশিত প্রচুর অ্যাকাডেমিক লেখাও রয়েছে। অধ্যাপকের এই লুকোনো কূকীর্তির কথা জনসমক্ষে আসতেই তিনি অধ্যাপনা ছেড়ে দেন। পদত্যাগ করেন তিনি।