ওয়েব ডেস্ক : এবার ভিডিও ম্যাসেজ শেয়ারিং সাইট ভাইনকে কিনতে চেয়ে টুইটারের সিইওকে চিঠি দিল পর্নহাব। 'বিশ্বজুড়ে ৬ কোটি দৈনিক ভিডিটর রয়েছে পর্নহাবের। আর তারা চায় ভাইনের মত একটি জনপ্রিয় সাইটকে বন্ধ হওয়া থেকে বাঁচাতে।' চিঠিতে এমনটাই জানানো হয়েছে বিশ্বখ্যাত এই অ্যাডাল্ট সাইটের পক্ষ থেকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সম্প্রতি, টুইটারের পক্ষ থেকে জানানো হয়েছে খুব তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হবে ভিডিও শেয়ারিং অ্যাপ ভাইন। বর্তমানে ভাইনের মালিকানা রয়েছে টুইটারের হাতে।


গত কয়েকমাস ধরেই ভাইন প্রবল ক্ষতির মুখে পড়েছে। এর ফলে ইতিমধ্যেই ৯ শতাংশ কর্মী ছাটাই হয়েছে সেখানে। তারপরও, পরিস্থিতির কোনও পরিবর্তন করা যায়নি। এই পরিস্থিতিতে এই অ্যাপটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তই নেওয়া হয় টুইটারের পক্ষ থেকে।


এদিকে, টুইটারকে লেখা চিঠিতে পর্নহাবের পক্ষ থেকে বলা হয়েছে বর্তমানে ভাইনের মাধ্যমে যেমন ভাবে খবর ও মজাদার ভিডিও সম্প্রচার করা হয় ঠিক তেমন ভাবেই তা চলবে।