নিজস্ব প্রতিবেদন: নরকের দ্বার খুলে গিয়েছে? অন্তত তেমনই মত সংশ্লিষ্ট মানুষগুলির। ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়া। কিন্তু এর জেরে বড় কোনও দুর্ঘটনা ঘটতে চলেছে?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ক্যালিফোর্নিয়ার পূর্বে অবস্থিত নাপা ভ্যালিতে দেখা গিয়েছে এই 'নরকের দ্বার'। সেখানে সম্প্রতি লেক বেরিয়াসা জলাধারের মাঝে এই নরকের দরজা চোখে পড়েছে। ১৯৫০ সালেই নাকি এখানে এই দ্বার প্রথম দেখা গিয়েছিল। সেই থেকেই জায়গাটিকে 'পোর্টাল টু হেল' বলে চিহ্নিত করা হয়। 


কিন্তু প্রকৃতই কি এটি নরকের দ্বার? 


না, কোনও যুক্তিগ্রাহ্য মনই এমন কথা মেনে নিতে পারে না। এক্ষেত্রে এটা পুরোটাই রূপকার্থে বলা। লেক বেরিয়েসায় জলধারণ ক্ষমতা ৫২০ কোটি গ্যালন। এখানে জল এর চেয়ে বেশি হলেই তা ওই পোর্টাল টু হেল-এর মধ্যে ঢুকে পড়ে। আর তখন জলের উপরিস্তরে তৈরি হয় এক ভয়ানক ঘূর্ণি।


বিশেষজ্ঞের মতে, যখন এই বাঁধ ও জলাধার তৈরি করা হয় তখনই অতিরিক্ত জলস্রোত নিয়ন্ত্রণ করতে কতগুলি সুড়ঙ্গ তৈরি করা হয়েছিল। পরে সেই সুড়ঙ্গই এই গর্তে পরিণত হয়। যা প্রকারান্তরে নরকের দ্বার হিসেবে 'খ্যাত' হয়।  


আরও পড়ুন: Russia-Ukraine War: এ পর্যন্ত ক'হাজার ইউক্রেনীয় সেনা মারা গিয়েছে জানেন?


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)