জি ২৪ ঘণ্টা ডিজিটাল: ভয়ঙ্কর বিদ্যুত্ বিপর্যয়ের কবলে বাংলাদেশের অধিকাংশ অঞ্চল। পাওয়ার গ্রিড বিগড়ে যাওয়ায় রাজধানী ঢাকা, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট সহ দেশের একাধিক অঞ্চলে বিদ্যুত্ চলে যায়। মঙ্গলবার দুপুর ২টোর পর দেশের একাধিক অংশ থেকে বিদ্যুত্ চলে যাওয়ার খবর আসতে থাকে। পাওয়ার গ্রিড করপোরেশনের তরফে বলা হয়, গ্রিড মেরামতির জন্য ২-৩ ঘণ্টারও বেশি সময় লাগতে পারে। তবে তার পরেও দেশের একাধিক অঞ্চলে কোনও বিদ্যুত্ না আসায় চরম দুর্ভোগে পড়ে যান আমজনতা। দেশের প্রায় আশি শতাংশ মানুষ বিদ্যুত্হীন অবস্থায় পড়ে থাকেন ঘণ্টার পর ঘণ্টা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পড়ুন- বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা


বিদ্যুত্ চলে যাওয়ায় জলের অভাব দেখা যায়। মোবাইল পরিষেবাও বিঘ্নিত হয়ে পড়ে। হাসপাতালে রোগীরা বিদ্যুতের অভাব প্রবল সমস্যায় পড়ে যান। বেশি সমস্যায় পড়ে যায় বহুতলে থাকা মানুষজন। বাংলাদেশের বহু জায়গায় জেনারেটর চালিয়ে  বিদ্যুত্ সরবারহ করা হয়। সেই জেনারেটর চালানোর জন্য ডিজেলের জন্য হাহাকার পড়ে যায়। দুপুরে বিদ্যুত্ চলে যাওয়ায় রাজধানী ঢাকা সহ অনেক জায়গায় বহু মানুষ স্নান পর্যন্ত করতে পারেননি। পুরনো ঢাকার মতো ঘিঞ্জি এলাকায় মানুষের অবস্থা চরম আকার ধারন করে।


বিদ্যুত্ চলে যাওয়ার পর বাংলাদেশের অধিকাংশ হাসপাতালে জেনারেটর চালানো হয়। কিন্তু বহু জায়গায় আপাতকালীন পরিষেবা ছাড়া আলো পাখা বন্ধ রাখা হয়। আত্মীয়সজনরা রোগীদের হাতপাখার বাতাস করে কোনওক্রমে শান্ত করেন। কোথাও রোগীদের ওয়ার্ডে মোমবাতি জ্বালানো হয়। বিদ্যুত্ চলে যাওয়ায় দেশের অধিকাংশ জায়গায় মোবাইল পরিষেবা বিঘ্নিত হতে দেখা যায়। কোথাও কল ড্রপ, কোথাও এসএমএস পাঠাতে বিঘ্ন, কোথাওবা ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে যায়।


এদিকে, বাংলাদেশের সব জায়গায় চলছে দুর্গাপুজো। দেশে প্রায় ৩২ হাজার পুজো হচ্ছে। বিদ্যুত্ বিপর্যয়ের কথা মাথায় রেখে  পুলিসকে সতর্ক থাকবে বলা হয়েছে। রাজধানী ঢাকা প্রায় ৪ ঘণ্টা বিদ্যুত্ বিচ্ছিন্ন থাকার পর সন্ধের দিকে বিদ্যুত্ ফিরতে শুরু করে। ধীরে ধীরে রাজধানীতে বিদ্যুত্ সরবারহ বাড়ানো হবে বলে জানিয়েছেন ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির আধিকারিক আমির কাউসার আলি। পাশাপাশি দেশের তথ্য প্রযুক্তি মন্ত্রী জুনেইদ আহমেদ জানিয়েছেন ঢাকা ও চট্টগ্রামের মতো জায়গায় বিদ্যুত্ সরবারহ স্বাবাবিক হতে রাত নটা বেজে যাবে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)