নিজস্ব প্রতিবেদন: অন্তর্বাসে ঢেকে গিয়েছে সোশ্যাল মিডিয়া। এটাই এখন নেটিজেনদের প্রতিবাদের ভাষা। বিতর্কের সূত্রপাত হয় আয়ারল্যান্ডের কোর্ট যখন ‘অকাট্য যুক্তি’ দেখিয়ে অভিযুক্ত ধর্ষণকারীকে মুক্তি দেয়। কি সেই ‘অকাট্য যুক্তি’? বিচার চলাকালীন অভিযুক্তের আইনজীবী দাবি করেছিলেন, ওই সময় ধর্ষিতার নিম্নাঙ্গের ‘নজরকাড়া’ অন্তর্বাস পরে প্রলোভন দেখিয়েছেন ওই যুবককে। এর পর ৮ জন পুরুষ এবং ৪ জন মহিলা নিয়ে তৈরি জুরি ২৭ বছর বয়সী যুবককে বেকসুর খালাসের নির্দেশ দেয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- সঙ্কটে ব্রেক্সিট, অন্ধকারে টেরেজার ভবিষ্যত-ও






আয়ারল্যান্ডের কোর্টের এমন নির্দেশে বিক্ষোভে ফেটে পড়ে ডাবলিন। সে দেশের পার্লামেন্টেও প্রতিবাদের ঝড় আছড়ে পড়ে। পার্লামেন্টে থং অন্তর্বাস নিয়ে বিক্ষোভ দেখান কিছু মহিলা সদস্য। নিম্ন কক্ষ দালি এরিয়ানে অন্তর্বাস নিয়ে বিক্ষোভ দেখান রাজনীতিক রুথ কপিনগার। তিনি বলেন, পার্লামেন্টে যদি অন্তর্বাস দেখালে লজ্জিত হন, তা হলে কোর্টরুমে ওই মহিলার অন্তর্বাস নিয়ে এসে দেখানো তাঁর মানসিক পরিস্থিতি কোন পর্যায় পৌঁছেছিল আপনাদের জানা উচিত।


আরও পড়ুন- ‘টক্সিক’ বছরের সেরা শব্দ, নজরে ‘মিটু’-ও


উল্লেখ্য, ৬ নভেম্বর কর্ক শহরের আদালতে অভিযুক্তকে নির্দোষ প্রমাণ করতে অন্তর্বাস হাজির করেন বিপক্ষের আইনজীবী। ওই অন্তর্বাসটি কতটা যৌন উদ্রেক করতে পারে তার ব্যাখ্যাও দেন অভিযুক্তের আইনজীবী।