জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চরম অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে ভারতের প্রতিবেশি দেশ  শ্রীলঙ্কার। প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপক্ষের বিরুদ্ধে গত কয়েক মাস ধরে প্রতিবাদ জানাচ্ছেন। দেশব্যাপী প্রতিবাদের মাঝেই আগামী বুধবার তিনি পদত্যাগ করবেন বলে জানিয়েছেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গটাবায়া রাজাপক্ষে পদত্যাগ করার পরে ৩০ দিনের জন্য রাষ্ট্রপতি হবেন স্পিকার এবং এর মধ্যেই সংসদ নতুন নেতা নির্বাচন করবে।


বিক্ষোভকারীরা শনিবার কলম্বোয় বর্তমান প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এরপরেই পদত্যাগের সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, "বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের ব্যক্তিগত বাসভবন ভেঙ্গে আগুন লাগিয়ে দিয়েছে।"


অন্যদিকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিস। এরপরেও প্রধানমন্ত্রীর বাড়িতে প্রবেশ করে তাঁরা। বিক্ষোভকারীদের প্রধানমন্ত্রীর গাড়ি ভাঙচুর করতেও দেখা গিয়েছে।


বিক্রমসিংহেকে গত মে মাসে প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করা হয়। তিনি ঘোষণা করেছেন যে তিনি সরকারের ধারাবাহিকতা এবং সমস্ত নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তার পদ থেকে পদত্যাগ করবেন।


 



শ্রীলঙ্কা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সনৎ জয়সূর্য এবং মহেলা জয়বর্ধনে বিক্ষভকারীদের শান্ত থাকার এবং হিংসা বন্ধের আহ্বান জানিয়েছেন।


অন্যদিকে, আগের দিন, রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপক্ষে তাঁর সরকারী বাসভবন থেকে পালিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই বিক্ষোভকারীরা কম্পাউন্ডটির দখল নেয় এবং তাঁর নিকটবর্তী অফিসে হামলা চালায়।


আরও পড়ুন: Blue Prawn: আমেরিকার সমুদ্র উপকূলে ধরা পড়ল আশ্চর্য চিংড়ি...


বিশৃঙ্খলার মাঝেই, শ্রীলঙ্কার নৌবাহিনীর একটি জাহাজে তাঁর জিনিসপত্র তোলার করার ভিডিও প্রকাশ পেয়েছে। রাষ্ট্রপতির প্রাসাদের গেট ভেঙ্গে ভেতরে ঢোকার পরে, সোশ্যাল মিডিয়ায় দেখা যায় শত শত মানুষ প্রাসাদের বিভিন্ন ঘরে ঘুরে বেড়াচ্ছে। কেউ কেউ কম্পাউন্ডের পুলে ঝাঁপিয়েও পড়ে।


সাম্প্রতিক অতীতে অসন্তোষ আরও বৃদ্ধি পেয়েছে কারণ টাকার অভাবে দেশে জ্বালানির আমদানি বন্ধ হয়ে গিয়েছে। এরফলে স্কুল বন্ধ করতে বাধ্য হয়েছে তারা। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)