জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাজার হাজার বিক্ষোভকারী তাঁর বাসভবনের কম্পাউন্ডে প্রবেশ করার আগেই পালালেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে। সরকারি বাসভবন থেকে পালিয়ে যাওয়ার কয়েক ঘন্টা পরে, কিছু বিক্ষোভকারীকে তাঁর বাসভবনের পুলে সাঁতার কাটতে দেখা গেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভিডিওতে দেখা গিয়েছে কিছু বিক্ষোভকারী স্লোগান দিচ্ছে। অন্যদিকে বাকি লকেদের ভিডিও করতেও দেখা যায়।


অর্থনৈতিক ধ্বংসের হাত থেকে দেশকে রক্ষা করায় সরকার ব্যর্থ। এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে সারা দেশ থেকে বিক্ষোভকারীরা বাস, ট্রেন এবং ট্রাকে করে এসে জড়ো হন কলম্বোয়। যদিও তারা আসার আগেই রাষ্ট্রপতিকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। 


বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবনে দাঁড়িয়ে "গোটা গো হোম" বলেও স্লোগান দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিস কাঁদানে গ্যাস ছোঁড়ে বলেও জানা গিয়েছে। বিক্ষোভে দুজন পুলিস সহ অন্তত ২১ জন আহত হয়েছেন।


আরও পড়ুন: Akshata Murty: সাংবাদিকদের চা পরিবেশন করে সমালোচিত ঋষি সুনকের স্ত্রী! কেন জানেন?


ট্যাক্স সুবিধা, বিভিন্ন প্রকল্পে দুর্বল বিনিয়োগ এবং কোভিড বিধিনিষেধের ফলে শ্রীলঙ্কা শেষ কয়েক মাস ধরে একটি গুরুতর অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে। মার্চ মাস থেকেই শ্রীলঙ্কার মানুষ রাষ্ট্রপতির পদত্যাগের দাবি জানিয়েছেন।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)