ওয়েব ডেস্ক: ফের পৃথিবীর ভূতল কেঁপে উঠল। এবারের উত্পত্তিস্থল বিধ্বস্ত নেপাল নয়। প্রশান্ত মহাসাগরে অবস্থিত সান্তা ক্রুজ দ্বীপে ৬.৯ মাত্রার তীব্র ভূমিকম্পন অনুভব হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভারতীয় সময় রাত ২.৪৫ মিনিটে হঠাত কম্পন অনুভব করেন স্থানীয় বাসিন্দারা। ১৯ কিলোমিটার গভীরতা ছিল তীব্রতার কম্পন।


ভূমিকম্পের উত্পত্তিস্থল থেকে একশো কিলোমিটার জুড়ে সান্ত্রা ক্রুজ দ্বীপে অল্পমাত্রার সুনামি দেখা যায়। তবে দ্য ফিলিপিনস ইন্সটিটিউট দি ভলক্যানোলজি এ্যান্ড সিসমোলজি (Phivolcs) সুনামির আতঙ্ক উড়িয়ে দেয়। তাঁরা জানান, "সান্ত্রা ক্রুজের ভূমিকম্পে নতুন করে কোনও সুনামির আশঙ্কা নেই।"