ওয়েব ডেস্ক: রেকর্ড দামে বিকোল উনিশশো সাতান্নর ফেরারি সিরিজের রেসিং কার। প্যারিসে আয়োজিত নিলামে বত্রিশ লক্ষ মিলিয়ন ইউরো দাম উঠেছে গাড়িটির। প্রত্যাশার চেয়ে অনেক বেশি দামে ফেরারি গাড়িটি বিক্রি হওয়ায় স্বভাবতই খুশি  আয়োজকরা। গাড়ির ক্রেতা একজন মার্কিন নাগরিক একদিকে তরতর করে বাড়ছে ডলারের দাম। তুলনায় পড়ছে রুবল। আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামার পরোক্ষ প্রভাব তো রয়েছেই। সব মিলিয়ে রাশিয়ার অর্থনীতি এখনও স্থিতিশীল নয়। যার প্রভাব পড়েছে গাড়ি বিক্রির ক্ষেত্রেও। পরিসংখ্যান বলছে মার্সিডিজ, ফেরারি, বেন্টলির মত প্রথম সারির গাড়িগুলির বিক্রি কিছুটা স্থিতিশীল থাকলেও মোটের ওপর গাড়ি বিক্রির বাজার তলানিতে ঠেকেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় চিড়িয়াখানায় দেখা মিলল পাঁচ মাসের পান্ডা শাবক বেইবেইয়ের। পান্ডা পরিবারের সর্ব কনিষ্ঠ এই সদস্যকে দেখতে
চিড়িয়াখানায় ভিড়ও হচ্ছে ভালই। গত মাসে বেবি পান্ডা বেইবেই এর বাবা টিয়ান টিয়ানের বরফের ওপর দিয়ে গড়িয়ে পড়ার ছবি ভাইরাল হয়েছিল বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। মার্কিন মুলুকে  শীত আরও জাঁকিয়ে পড়ার আগে এবার প্রকাশ্যে এল বেইবেই এর ছবি।