নমস্তে রাশিয়া! রুশ অফিসারের করমর্দনের সৌজন্য জবাব নমস্কারে দিলেন রাজনাথ
একের পর এক রুশ আফিসার যখন স্যালুট করছিলেন রাজনাথকে, রাজনাথ উত্তর দিলেন নমস্কারেই।
নিজস্ব প্রতিবেদন: করমর্দনে 'না', শুধুমাত্র নমস্কার। করোনা কালে সব দেশের রাষ্ট্রনায়করাই নমস্কারের পথে হেঁটেছেন। সে ট্রেন্ডের ব্যতিক্রম হলো না রশিয়াতেও। রাশিয়ান অফিসার করমর্দনের জন্য হাত বাড়াতেই, নমস্কার জানালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বৈঠকে যোগ দিতে মস্কো উড়ে গিয়েছেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। মস্কো পৌঁছেই একটি ভিডিয়ো টুইট করে রাজনাথ লিখেছেন, "মস্কো পৌঁছে গিয়েছি। কাল জেনারেল সার্জি সয়গুর সঙ্গে বৈঠকের অপেক্ষায় আছি।"
সেই ভিডিয়োতেই দেখা যাচ্ছে একজন রুশ আফিসার যখন করমর্দনের জন্য হাত বাড়াচ্ছেন, তখন রাজনাথ নমস্কার জানিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে এখন এটাই নিরাপদ। রাজনাথ সিংয়ের সঙ্গে সঙ্গেই হাঁটছিলেন রাশিয়ায় ভারতের দূত ডিবি ভেঙ্কটেশ বর্মা। একের পর এক রুশ আফিসার যখন স্যালুট করছিলেন রাজনাথকে, রাজনাথ উত্তর দিলেন নমস্কারেই।
আরও পড়ুন: ২ ভারতীয়কে জঙ্গি তালিকাভুক্ত করতে গিয়ে রাষ্ট্রসঙ্ঘে বড় ধাক্কা পাকিস্তানের