জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রথম সৌদি মহাকাশচারী মহিলা। তৈরি করে দিলেন ইতিহাস। ইতিহাস তৈরি করে দিয়ে তিনি নিজেও আপ্লুত। তিনি বলেছেন-- আমি অত্যন্ত আনন্দিত এরকম একটি মাইলস্টোনের মুখোমুখি হয়ে। কে তিনি? নাম রায়ানাহ বারনাভি। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে রবিবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের দিকে রওনা দিল এই মিশন। মার্কিন যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ সংস্থা অ্যাক্সিওম স্পেস আয়োজিত এই মিশনে থাকছেন সৌদি আরবের দুই নভোচারী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: New York City Sinking: ক্রমশ মাটির ভিতরে ঢুকে যাচ্ছে নিউ ইয়র্ক! পুরোপুরি তলিয়ে যাবে স্বপ্নের এ শহর?


আগে সৌদির একজন নভোচারীই মহাকাশ অভিযানে গিয়েছিলেন। তিনি প্রিন্স সুলতান বিন সালমান বিন আবদুল আজিজ। সেটা ছিল ১৯৮৫ সাল। সৌদি আরব ২০১৮ সালে সৌদি স্পেস কমিশন প্রতিষ্ঠা করে। তারাই এই মিশনটি পরিচালনা করছে। প্রসঙ্গত, সৌদির কোনও নভোচারী এই প্রথম স্পেস স্টেশনের কক্ষপথ পরীক্ষাগারে যাবেন। সৌদির এই দুই মহাকাশচারীরই একজন রায়ানাহ বারনাভি। তিনি একজন ক্যানসার গবেষক। ব্রেস্ট ক্যানসার নিয়ে কাজ করছেন। এবং ঘটনাচক্রে তিনিই হতে যাচ্ছেন মহাকাশ ভ্রমণে যাওয়া প্রথম সৌদি নারী। যা নিয়ে শুধু তিনি নন, শুধু তাঁর দেশও নয়, সারা বিশ্বই বিষয়টি নিয়ে উল্লসিত। 


আরও পড়ুন: Russia Ukraine War: বহু চেষ্টার শেষে বাখমুতের দখল নিল রাশিয়া! এবার কী করবে ইউক্রেন?


বারনাভি ছাড়া এই মিশনে সৌদির আর যে নভোচারী থাকছেন তাঁর নাম আলি আল-কারনি। এঁরা ছাড়াও অ্যাক্সিওম মিশন ২ নামের এই মিশনে অন্য দুই সদস্য হলেন পেগি হুইটসন ও জন শফনার।
পেগি মার্কিন মহাকাশ সংস্থা নাসার একজন প্রাক্তন মহাকাশচারী। তিনি এই নিয়ে চতুর্থবার আইএসএসে যাচ্ছেন। আর শফনার পেশায় ব্যবসায়ী। তিনি পাইলট হিসেবে কাজ করবেন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এই চারজন প্রায় ১০ দিন থাকবেন। সেখানে তাঁদের আজ, সোমবার বেলা ১টা ৩০ মিনিট নাগাদ পৌঁছনোর কথা। অর্থাৎ, সেই হিসেবে তাঁরা এখন পৌঁছে গিয়েছেন। 


চার সদস্যের এই দল প্রায় ২০টি পরীক্ষা চালাবেন। এর একটি হল মহাকর্ষণ-শূন্য পরিস্থিতিতে স্টেম সেল কীভাবে কাজ করে। এ ছাড়াও আরও গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষা রয়েছে। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)