নিজস্ব প্রতিবেদন: জ্বলছে অস্ট্রেলিয়া। দাবানল এগোচ্ছে একের পর এক বাড়ির দিকে। আপাতত তিনটি বাড়ি ছারখার। লোটাকম্বল বেঁধে পালানোর প্রস্তুতি নিচ্ছেন বাসিন্দারা। গরম আর শুকনো আবহাওয়ায় জোর বাড়ছে আগুনের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


বিঘের পর বিঘে জমি পুড়িয়ে মেলবোর্নের দাবানলের টার্গেট এবার জনবসতি। ইতিমধ্যেই দাবানলের পেটে ঢুকেছে বুনিপ স্টেট পার্কের একাধিক বাড়ি। সামনে যা পাচ্ছে তাই পুড়িয়ে ছারখার করে দিচ্ছে আগুন। পরিস্থিতি যা, তাতে আরও বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে প্রশাসন। দারুণ সক্রিয় দাবানল। ক্রমাগত এগোচ্ছে। আরও বেশি সম্পত্তি নষ্ট হতে চলেছে।


আরও পড়ুন- জইশ প্রধান মাসুদ আজহার মৃত : সূত্র


শুক্রবার বাজ পড়ে প্রথম আগুন লাগে বনাঞ্চলে। তারপর আগুন-দৈত্য গিলে খেয়েছে একের পর এক সম্পত্তি। কাজে নেমেছেন সাড়ে আটশো জন দমকল কর্মী। তৈরি রয়েছে একশটি গাড়ি, হেলিকপ্টার। আকাশপথে জল ফেলে আগুন নেভানোর চেষ্টা হচ্ছে। বাসিন্দাদের বাড়ি ছাড়ার প্রস্তুতি নিয়ে রাখতে বলেছে প্রশাসন।


স্থানীয় এক বাসিন্দা জানান, নিজের বাড়ি ছেড়ে চলে যাওয়া সত্যি খুব কঠিন সিদ্ধান্ত। সবকিছু পুড়ে যাবে। আমরা নিজেরাও বাঁচব কিনা জানি না। কি কি সঙ্গে নেব, তাও জানি না। রবিবার বিকেলের পর আবহাওয়া শীতল হবে, বলছে আবহাওয়া দফতর। তবে বিপদ বাড়াচ্ছে ঝোড়ো হাওয়া।