নিজস্ব প্রতিবেদন: কুকুরকে প্রশিক্ষণ দিয়ে নানা কাজ করানোর ঘটনা আমরা সবাই জানি। কিন্তু যন্ত্র-কুকুরকে জ্যান্ত কুকুরের পরিবর্তে ব্যবহার করার কথা কি কেউ ভেবেছে? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিজ্ঞানীরা ভেবেছেন। আমেরিকার (us) একদল বিজ্ঞানী চার পায়ের এক রোবট-কুকুর তৈরি করেছেন। তাঁদের বক্তব্য, এই কুকুর দৃষ্টিশক্তিহীন মানুষজনকে পথ দেখাবে। এতে ওই ব্যক্তির যাত্রার সময় বাঁচবে। কমবে যাতায়াতের খরচও। দৃষ্টিহীনকে পথ দেখানো ছাড়া অন্য কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে রোবট-ডগ।


আরও পড়ুন: বুলগেরিয়ার গুহায় ৪৫ হাজার বছর আগের মানবচিহ্ন


বার্কলের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে (University of California, Berkeley) গবেষণারত ঝংইউ লি (Zhongyu Li) ও তাঁর সহকর্মীরা এই রোবোটটি ডিজাইন করেছেন। রোবটগুলিকে নাম দেওয়া হয়েছে 'মিনি চিতা' (Mini Cheetah)। এক্ষেত্রে কোনও দৃষ্টিশক্তিহীন ব্যক্তিকে সঠিক পথে নিয়ে যেতে ও আশপাশের এলাকা ভালো করে বোঝার জন্য এই চার-পা ওয়ালা রোবটের (quadrupedal robot dog) মধ্যে একটি লেজার-রেঞ্জিং সিস্টেম ও ট্র্যাকিং ক্যামেরা ইনস্টল করা রয়েছে।


একটি sensor-এর মাধ্যমে এই robot dog কাজ করবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। 


আরও পড়ুন: অচিরেই পৃথিবীর গা ঘেঁষে ছুটে যাবে ফুটবল মাঠের আকারের এক গ্রহাণু!