নিজস্ব প্রতিবেদন: একের পর এক বিস্ফোরণ। কেঁপে উঠল গোটা কাবুল। এখনও পর্যন্ত সরকারি খবরে এক জনের মৃত্যুর সংবাদ এসে পৌঁছেছে। প্রাথমিকভাবে রকেট হামলার কারণেই এই বিস্ফোরণ বলে মনে করা হচ্ছে! প্রকট শব্দের কারণে ভয়ে ঘরবন্দি আফগানিস্তানের কাবুল শহর। সোশ্যাল মিডিয়া মারফত একাধিক ছবি ইতিমধ্যে এসে পৌঁছেছে। তাতে দেখা যাচ্ছে, একের পর এক শব্দ করে উড়ে আসছে রকেট। মাটিতে পড়তেই বিরাট শব্দ। ধুলো, ধোঁয়া ও আগুনে ঝলসে গিয়েছে গোটা এলাকা। ওই এলাকায় রয়েছে সরকারি-বেসরকারি-বেশি-বিদেশি একাধিক দফতর। কাজেই, এই বিস্ফোরণে চিন্তায় প্রশাসন।    


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 





স্থানীয় প্রশাসন এখনও কিছু জানায়নি। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, ‘‘শনিবার  সকালে ধারাবাহিক বিস্ফোরণ ঘটে। যে ঘটনায় একজন পুলিসকর্মী নিহত হয়েছেন।’’ প্রসঙ্গত, কাবুলে এই হামলা নিত্য নৈমিত্তিক ঘটনা। যা সাম্প্রতিকাকালে কমেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। শনিবার এই বিস্ফোরণ কারা ঘটিয়েছে তা এখনও সামনে আসেনি।  


স্থানীয় এক সংবাদ মাধ্যম জানাচ্ছে পর পর ১৪ টি রকেট হামলা করেছে জঙ্গিরা। 




প্রসঙ্গত, তালিবানরা জানিয়েছে, তারা আর শহরের জনবহুল এলাকায় হামলা চালাবে না। তাহলে এই হামলা কারা করল? তা খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন।