নিজস্ব প্রতিবেদন: জানলা দিয়ে যিনি বা যাঁরা দেখছিলেন, নিশ্চয়ই ভয়ে-আতঙ্কে তাঁদের শরীর-মন কেঁপে উঠেছিল। এক বৃহত্‍ আগুনের গোলা তীব্র গতিতে আকাশমুখী। সঙ্গে কান-ফাটানো শব্দ। আর দোসর ছিল ঘন গাঢ় কালো ধোঁয়ার কুণ্ডলী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাশিয়ার (Russia) এক গ্যাস স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ (explosions) ঘটল সোমবার। ঘটনাটি ঘটেছে রাশিয়ার Siberian city  নভোসিবিরস্কে (Novosibirsk)। 


আরও পড়ুন: Che: বিপ্লবের বিশ্বপ্রতীক, অথচ প্রথম যৌবন কেটেছে ডাক্তারি করেই


ঘটনাস্থলের কিছুটা দূরের এলাকার বহুতল (multi-story apartment) থেকে কেউ কেউ বিস্ফোরণের দৃশ্য ফিল্মবন্দি করেছেন। সেটিই প্রকাশ হতে হইহই পড়ে গিয়েছে। এই ঘটনা যাঁরা দেখেছেন বা ছবি তুলতে পেরেছেন, তাঁরা বলছেন, শহরের খুবই ব্যস্ত এক রাস্তার ধারে তাঁরা হঠাত্‍ দেখলেন মাশরুম আকারের (mushroom-shaped) একটা দারুণ শক্তিশালী বিস্ফোরণ!


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 


আরও পড়ুন: মহাকাশ থেকে সুয়েজ খালের বিরল দৃশ্য! চমক লাগানো ছবি পাঠালেন মহাকাশচারী