নিজস্ব প্রতিবেদন: ঠাণ্ডা লড়াই শেষ হলেও যুদ্ধাস্ত্রের প্রতিযোগিতার শেষ নেই। পশ্চিমী সংবাদমাধ্যমে রিপোর্ট অনুয়ায়ী রাশিয়ার হাতে এসেছে মারাত্মক এক বোমা একে বলা হচ্ছে, দুনিয়ার সব থেকে মারাত্মক বিষাক্ত বোমা। নাম ডুমস ডে বোম্ব। সমুদ্রের তলদেশে দিনের পর দিন পড়ে থাকতে পারে এই বোমা। রিমোর্ট কন্ট্রোলের সাহায্যে ফাটানোও যায় এটিকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-'বাঁচতে হবে, বাড়ি ফিরতে হবে', টানা ১৩ দিন সাইকেল চালিয়ে তামিলনাড়ু থেকে ডায়মন্ডহারবার ফিরলেন যুবক


রাশিয়ার এই ডুমস ডে বোম্ব আসলে স্কিফ মিসাইল। ৬০০০ কিলোমিটার দূরের কোনও লক্ষবস্তুকে আঘাত হানতে পারে এই ক্ষেপণাস্ত্র। একবার বিস্ফোরণ ঘটলে সমুদ্রের একটি বিরাট অংশ দূষিত করতে পারে।


সমরাস্ত্র বিশেষজ্ঞদের মতে এই মিসাইল ফাটলে তা একাধিক যুদ্ধজাহাজ ধ্বংস করে দিতে পারে। পাশাপাশি ব্রিটিশ দ্বীপপুঞ্জের আসপাশ ও মার্কিন উপকূল পর্যন্ত কয়েক বছর দূষিত করে রাখতে পারে।


২৫ মিটার লম্বা ও ১০০ টন ওজনের এই ক্ষেপণাস্ত্র সমুদ্রের ৩০০০ ফিট গভীরে পড়ে থাকতে পারে বছরের পর বছর।


এ বছর ফেব্রুয়ারি মাসে এই ক্ষেপণাস্ত্রটি চোখে পড়ে বিশেষজ্ঞদের। প্রথমে তাঁরে মনে করেছিলেন এটি রাশিয়ায় সুনামি মেকার। কিন্তু তাঁরা বুঝতে পারেন এটি আসলে স্কিফ মিসাইল।


আরও পড়ুন-দিল্লির একই ক্যাম্পে ফের পজিটিভ ৬৮ সিআরপিএফ জওয়ান, গত ২ সপ্তাহে করোনা আক্রান্ত ১২২


বিশেষজ্ঞদের ধারনা একেবারে শেষ অস্ত্র হিসেবে স্কিফ মিসাইল দিয়ে হামলা চালানো হতে পারে আটলান্টিকের উভয় পাড়ের সমুদ্র বন্দরগুলিতে।