নিজস্ব প্রতিবেদন: করোনায় আক্রান্ত হলেন রুশ প্রধানমন্ত্রী মিখায়েল মিশাস্টিন। তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে সে কথা জানান। কোভিড পজেটিভ মিলতেই স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে গিয়েছেন বলে জানান মিখায়েল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সূত্রে খবর, মিখায়েলের অবর্তমানে দায়িত্ব সামলাবেন তাঁর ডেপুটি। রাশিয়ার প্রধানমন্ত্রী বলতে বোঝানো হয় চেয়ারম্যান পদকে। প্রেসিডেন্ট রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ পদ। প্রেসিডেন্টের তত্ত্ববধানে প্রধানমন্ত্রী-সহ অন্যান্য আমলা-মন্ত্রীরা কাজ করে থাকেন। বলা যায়, প্রধানমন্ত্রী রাশিয়ার দ্বিতীয় ক্ষমতাশালী পোস্ট। চলতি বছরে প্রধানমন্ত্রী পদে অর্থনীতিবিদ মিখাইলকে বসান পুতিন। বলে রাখা ভাল, প্রায় পাঁচ বছর পুতিনও প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন।


আরও পড়ুন- সাড়া মিলছে রেমডেসেভির প্রতিষেধকে, ৩০ শতাংশ দ্রুত সুস্থ হয়ে উঠছেন করোনা রোগীরা


করোনার ছোবল থেকে বাদ পড়েনি রাশিয়াও। প্রায় এক লক্ষের বেশি মানুষ আক্রান্ত। মৃত্যু হয়েছে হাজারের বেশি। প্রতি দিনই কমপক্ষে ৫ হাজার মানুষ নতুন করে আক্রান্ত হচ্ছেন। বিশ্বে সাড়ে ৩২ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। সেখানে মৃত্যু হয়েছে ২ লক্ষ ৩১ হাজার মানুষের।