Russia-Ukraine War: ইউক্রেনের জন্য জার্মানি বানিয়ে ফেলল `শান্তির কেক`!
এই ডোনাট (Donut) বিক্রি করে সংগৃহীত অর্থ ফ্র্যাঙ্কফুর্টে (Frankfurt) আশ্রয় নেওয়া শিশুদের অনুদান দেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদন: যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেন। এই বিপর্যয়ে তার পাশে থাকতে উদ্যোগী অনেক দেশই। নানা ভাবে তারা তাদের বন্ধুত্ব বা সহমর্মিতা প্রকাশ করছে। জার্মানির একটি বেকারিও করল।
বেকারিটির নাম 'হাক' (Huck bakery)। তারা ইউক্রেনের (Ukraine) জাতীয় পতাকার রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করেছে একটি বিশেষ ডোনাট। নাম দিয়েছে 'পিস ডোনাট' (peace donut)। যুদ্ধের আবহে এমনই এক শান্তির বার্তা দিল এই জার্মান বেকারি।
নীল-হলুদ রঙের ফ্রস্টিং দেওয়া ডোনাটটির মূল্য ধার্য হয়েছে ১ ইউরো। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮৫ টাকা। একদিনেই বেকারিটির ১০টি শাখা থেকে প্রায় ৬০০টি পিস ডোনাট বিক্রি হয়েছে। ডোনাট বিক্রির টাকা ফ্র্যাঙ্কফুর্টে (Frankfurt) আশ্রয় নেওয়া ইউক্রেনীয় শিশুদের অনুদান দেওয়া হবে।
বেকারির মালিক তানজা হাকের কথায়, এই সঙ্কটের সময়ে দ্রুত কিছু করতে হবে বলে ভেবেছিলাম। অনেক ভেবে এই ডোনাট তৈরি করার কথা মাথায় আসে।
আরও পড়ুন: Russia-Ukraine War: আপনি কি আমাদের উপর জৈবরাসায়নিক অস্ত্র ব্যবহার করবেন? পুতিনকে প্রশ্ন জেলেনস্কির