জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো​: ইউক্রেনের স্লোভিয়ানস্ক শহরে প্রচণ্ড লড়াই শুরু হতে যাচ্ছে বলে খবর। ইতিমধ্যে রুশ বাহিনীর হামলায় সেখানে ছ'জন নিহত হয়েছেন। আহত ২০ জন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সূত্র মারফত জানা গিয়েছে, লড়াই এখন ক্রমশই স্লোভিয়ানস্কের নিকটবর্তী হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে এক সেনা বলেছেন, প্রত্যেকেই জানেন, স্লোভিয়ানস্কে প্রচণ্ড এক লড়াই হবে। অন্য এক ইউক্রেনীয় সেনা জানান, অগ্রসরমান রুশ সেনাবাহিনীর আধুনিক অস্ত্রের মোকাবিলায় ইউক্রেনীয় বাহিনীর সে ধরনের অস্ত্র নেই।


লিসিচানস্ক শহর দখলের মধ্য দিয়ে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্কের পুরো নিয়ন্ত্রণ নিশ্চিত করেছে রাশিয়া। এখন দনবাসের দোনেৎস্ক অঞ্চলের দিকে নজর রুশ বাহিনীর। সেখানকার স্লোভিয়ানস্ক শহরে প্রচণ্ড লড়াই শুরু হতে যাচ্ছে বলে ইঙ্গিত।


শহরের মেয়র বলেন, স্লোভিয়ানস্কে হামলা তীব্রতর হচ্ছে। দিনে কমপক্ষে চার থেকে পাঁচবার গোলাবর্ষণ করা হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রবিবার স্লোভিয়ানস্ক ও ক্রামাতোরস্ক শহরে গোলাবর্ষণ করেছে রুশ সেনাবাহিনী। খারকিভ শহরেও হামলার ঘটনা ঘটেছে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 


আরও পড়ুন: জ্বালানি নেই, টাকা নেই... শ্রীলঙ্কায় বন্ধই থাকছে স্কুল!