নিজস্ব প্রতিবেদন: সারা বিশ্ব ভ্লাদিমির পুতিনকে যুদ্ধের জন্য দোষারোপ করছে। এদিকে স্বয়ং পুতিন বলছেন, যুদ্ধ ছাড়া কোনও উপায় ছিল না। ইউক্রেনে রাশিয়ার বাসিন্দাদের বাঁচানোর জন্য এ ছাড়া অন্য বিকল্প ছিল না বলেই মনে করেন রাশিয়ার প্রেসিডেন্ট। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যুদ্ধে সব মহৎ লক্ষ্যই অর্জিত হবে। অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে পশ্চিমি বিশ্ব মস্কোকে নতজানু করতে ব্যর্থ হয়েছে বলে পশ্চিমিদের খোঁচাও দেন তিনি।


ইউক্রেনের উত্তরাঞ্চল থেকে সেনা সরিয়ে নেওয়ার পর থেকে সপ্তাহখানেক প্রকাশ্যে আসছিলেন না পুতিন। তবে রুশ নভোচারী ইউরি গ্যাগারিনের মহাকাশ ভ্রমণের ৬১ বছর পূর্তির উপলক্ষে এক রকেট উৎক্ষেপণকেন্দ্রে জনসমক্ষে বক্তব্য রাখেন পুতিন। সেখানে পুতিন বলেন, রাশিয়ার যুদ্ধ করা ছাড়া কোনো উপায় ছিল না। কারণ, পূর্ব ইউক্রেনের রুশভাষী মানুষকে রক্ষা করতে হবে। একসময়ের সোভিয়েত প্রতিবেশীকে মস্কোর শত্রুদের রুশবিরোধী মঞ্চে পরিণত হওয়া থেকে ঠেকাতে হবে। তিনি আরও বলেন, আমাদের কাজ হল, নির্ধারিত সব লক্ষ্য অর্জন করা, ক্ষয়ক্ষতি কমিয়ে রাখা।


ইউক্রেন অভিযানে লক্ষ্য অর্জিত হচ্ছে কি না, রুশ মহাকাশ সংস্থার কর্মীদের এমন প্রশ্নের উত্তরে পুতিন বলেন, অবশ্যই হচ্ছে। এ নিয়ে কোনো সংশয়ই নেই। এই অভিযানের লক্ষ্যগুলি খুবই স্পষ্ট এবং মহৎ।


আরও পড়ুন: দেশে ফিরবেন Nawaz Sharif! কূটনৈতিক পাসপোর্ট দেবেন প্রধানমন্ত্রী Shehbaz Sharif


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)