নিজস্ব প্রতিবেদন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্য়েই রুশ প্রসিডেন্টকে হত্যার চেষ্টা হয়েছিল। দু'মাস আগে ভ্লাদিমির পুটিনকে হত্যার সেই ছক ভেস্তে যায়। ইউক্রেনের গোয়েন্দা দফতর সূত্রে এমনটাই দাবি কিভের অনলাইন সংবাদ মাধ্যম ইউক্রেনস্কা প্রাভদা-র।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ইউক্রেন প্রতিরক্ষা মন্ত্রকের কাইরোল বুদানোভ নামে এক আধিকারিক জানিয়েছেন, পুতিনকে হত্য়ার ওই ছক শোচনীয়ভাবে ভেস্তে যায়। কিন্তু সেই কথা প্রকাশ্যে আনেনি রাশিয়া। পুতিনের উপরে হামলা পর্যন্ত চালানো হয়। কিন্তু এরকম ঘটনা আসলে ঘটেছিল।


এদিকে, ব্রিটিশ সংবাদমাধ্যম  iNews এর দাবি, ইউক্রেনের ওই দাবির সত্য়তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ পুতিন খুব কম লোকজন নিয়ে চলাফেলা করেন। তাঁকে খুব কম লোকের সঙ্গেই যোগাযোগ রাখতে হয়। ফলে পুতিনকে হত্যার চেষ্টা করা খুবই কঠিন।


উল্লেখ্য, পুতিনকে হত্যার চেষ্টার খবর এই প্রথম নয়। কোনও কোনও মহলের দাবি কমপক্ষে ৬ বার পুতিনকে হত্যার চেষ্টা হয়েছিল। কিন্তু কোনওবারই তা সফল হয়নি। পুতিনকে হত্যার চেষ্টার দাবি উড়িয়ে দিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট ও পুতিন ঘনিষ্ঠ আলেকজান্ডার লুকাশেঙ্কো। 


  আরও পড়ুন-Piyali Basak Scales Mt Lhotse : চন্দননগরের মেয়ের অসাধ্য সাধন, এভারেস্টের পর লোত্সে জয় পিয়ালির


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)