নিজস্ব প্রতিবেদন: ইউক্রেনের মধ্যাঞ্চল ও পশ্চিমাঞ্চলে সোমবার পাঁচটি রেলস্টেশনে বিমান হামলা হয়েছে। ইউক্রেনের দাবি, রুশ বাহিনীই এ হামলা চালিয়েছে। এ ঘটনায় এক রেলকর্মী নিহত ও চারজন আহত হয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য দাবি করেছে, ইউক্রেনীয় বাহিনীর কাছে বিদেশি অস্ত্র আসে, এমন ছ'টি রেলপথ ধ্বংস করে দেওয়া হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোমবার সকাল থেকে ইউক্রেনের বেশির ভাগ এলাকায় দু'ঘণ্টা বিমান হামলাজনিত সাইরেন বাজাতে শোনা গেছে। ইউক্রেনীয় রেলের সর্বোচ্চ কর্তা ওলেকসান্দার কামিশিন বলেন, পশ্চিমাঞ্চলীয় ইউক্রেনের লিভিভের কাছে ক্রাসনে এলাকায় সকাল সাড়ে আটটার দিকে একটি হামলা হয়েছে। এখান থেকে অন্য লাইনে বিদ্যুৎ সরবরাহ হয়ে থাকে। পাঁচটি রেলস্টেশনে হামলা হওয়ার কথা নিশ্চিত করেন তিনি। লিভিভের আঞ্চলিক সরকারের প্রধান মাকসিম কোজিৎস্কি বলেন, হামলার সময় ইউক্রেনের বিমান-বিধ্বংসী ব্যবস্থা দিয়ে একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।


ইউক্রেনীয় সেনাবাহিনীর দাবি, বিভিন্ন দেশ থেকে আসা অস্ত্র সরবরাহে ব্যাঘাত ঘটাতে রাশিয়া রেল পরিকাঠামোগুলিতে বোমা হামলা চালাচ্ছে। তারা লিখেছে, সহযোগী দেশগুলির কাছ থেকে সামরিক-কারিগরি সহায়তা পাওয়ার পথ বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে তারা।


আরও পড়ুন: Military Spending: কোভিড-বিধ্বস্ত বিশ্বেও এতটুকু কমেনি সামরিক খরচ! শীর্ষে যুক্তরাষ্ট্র


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)