জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যুদ্ধ থামানোর জন্য বিশ্বের নানা মহল থেকে নানা চেষ্টা করা হয়েছে। কিন্তু রাশিয়া ইউক্রেন-হামলা নিয়ে নিজেদের সিদ্ধান্তে অনড়। ইউক্রেন পোর্ট সিটি ওডেসায় শুক্রবার রাশিয়া মিসাইল হামলা চালানোয় মৃত্যু হল ১৯ জনের।
এই আক্রমণের ঘটনাটি ঘটল কৃষ্ণসমুদ্র থেকে রাশিয়ার কৌশলী পশ্চাদপসরণের ঠিক একদিন পরেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এ সংক্রান্ত একটি ভিডিয়ো দেখা গিয়েছে। যে ভিডিয়োয় ওডেসার ৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে ওই অঞ্চলের বাড়িগুলির উপর এই মিসাইল হানার জ্বলন্ত ছবি ধরা পড়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট অফিস থেকে জানানো হয়েছে, রাশিয়ার ছোড়া তিনটি এক্স-২২ মিসাইল ধ্বংস করে দিয়েছে ওই অঞ্চলের বাড়ি ও ক্যাম্প।   


'এক উগ্রবাদী দেশ আমাদের লোকদের মারছে। যুদ্ধক্ষেত্রে হেরে গিয়ে ওরা আমাদের নিরীহ সাধারণ দেশবাসীদের উপর হামলা চালাচ্ছে'-- রাশিয়ার প্রেসিডেন্ট অফিসের চিফ অ্যান্ড্রি ইয়েরমাক  এই মন্তব্য করেছেন।


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App


আরও পড়ুন: Bill Gates: সবাই কোথাও শুরু করে, তাই না! বিল গেটস দেখালেন তাঁর প্রথম বায়োডেটা...