নিজস্ব প্রতিবেদন: ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক ও খারকিভে রুশ বাহিনীর গোলাবর্ষণে আটজন অসামরিক নাগরিক নিহত হয়েছেন। রবিবার তাঁরা নিহত হয়েছেন বলে আঞ্চলিক গভর্নররা জানিয়েছেন। ইউক্রেনের পূর্বাঞ্চলের ভেতরে রুশ বাহিনী অগ্রসর হওয়ার মধ্যেই হতাহত হওয়ার এ ঘটনা ঘটল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আঞ্চলিক গভর্নর বলেন, দোনেৎস্কের লিমান শহরে গোলাবর্ষণে চারজন নিহত হয়েছেন। এক বার্তায় গভর্নর বলেন, ১ মে দোনেৎস্ক অঞ্চলে রাশিয়ার গোলাবর্ষণে চার অসামরিক নাগরিক নিহত হন। তাঁদের সবাই লিমান শহরের। আরও ১১ জন আহত হয়েছেন। লিমান শহরের নিকটস্থ এক শহরে আহত একজনের মৃত্যু হয়েছে বলেও জানান।


ইউক্রেনের দ্বিতীয় শহর খারকিভে আবাসিক এলাকায় গোলাবর্ষণে  তিন অসামরিক ইউক্রেনীয় নিহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ওলেগ সিনেগুবভ। তিনি বলেন, গোলাবর্ষণের কারণে দুর্ভাগ্যজনকভাবে এই তিনজন নিহত হন। আহত হয়েছেন ৮ অসামরিক নাগরিক।


ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও সম্প্রতি স্বীকার করেছেন, দনবাসের পরিস্থিতি 'জটিল'।


আরও পড়ুন: Iraq: আবার কেন ইরাকের তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলা?


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)