নিজস্ব প্রতিবেদন: সিরিয়ায় ভেঙে পড়ল রাশিয়ার বিমান। মৃত্যু হল ২৬ ‌যাত্রী ও ৬ বিমানকর্মীর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার রাশিয়ার সময় অনু‌যায়ী বিকাল তিনটে নাগাদ, সিরিয়ার হেইমিম-এ একটি বিমান ঘাঁটিতে রুশ সেনার ওই মালবাহী বিমানটি ল্যান্ড করার সময়ে তা ভেঙে পড়ে। সম্ভবত কোনও ‌যান্ত্রিক ত্রুটির ফলেই এএন-২৬ বিমানটি ভেঙে পড়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।


আরও পড়ুন-মমতা ফোনে তৃতীয় ফ্রন্টের কথা বলেছেন: স্ট্যালিন


রুশ প্রতিরক্ষা দফতরের তরফে এক বিবৃতিতে জাননো হয়েছে, সিরিয়ার উপকূলবর্তি শহর লাতাকিয়ার কাছে ওই দুর্ঘটনা ঘটেছে। মৃত্যু হয়েছে ২৬ ‌যাত্রী ও ৬ বিমান কর্মীর। রানওয়ে থেকে ৫০০ মিটার দূরে বিমানটি মাটিতে ভেঙে পড়ে।