নিজস্ব প্রতিবেদন: রুশ-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine War) ঘিরে উত্তপ্ত বিশ্ব। শনিবার রাতে পরপর দুটি বিস্ফোরণে কেঁপে উঠল কিয়েভ (Kyiv)। সূত্রের খবর, মিসাইল হানায় ইউক্রেনের রাজধানী শহর গ্যাস পাইপ লাইন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে রুশ সেনা। একই সঙ্গে ধ্বংস করে দেওয়া হচ্ছে তেলের ট্যাঙ্ক। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবারই রাষ্ট্রসংঘ জানিয়েছে, রুশ-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine War) অন্তত ২৪০টি হতাহতের ঘটনা ঘটেছে। শনিবার রাতে হঠাৎ প্রচণ্ড বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে কিয়েভ (Kyiv)। রাজধানীর দক্ষিণাংশে বিস্ফোরণ ঘটে। ২০ কিলোমিটার দূর থেকে আগুনের আকাশচুম্বি লেলিহান শিখা দেখতে পাওয়া যায়। ধোঁয়ার কুণ্ডুলিতে ঢাকে চারপাশ। জানা গিয়েছে, খারকিভ শহরেও গ্য়াস পাইপ লাইন নষ্ট করেছে রুশ সেনা (Russian Forces )। 




রুশ সেনার ওই হামলাকে সোশ্যাল মিডিয়ায় অনেকে পারমাণবিক হামলা বলে দাবি করে। যদিও পরে State Service of Special Communications and Information Protection-এর তরফে পুরোটাই গুজব বলে উড়িয়ে দেওয়া হয়। 


আরও পড়ুন: যুদ্ধে রক্তাক্ত রাশিয়াও, মৃত একাধিক সেনা-ধ্বংস শতাধিক ট্যাঙ্ক, দাবি ইউক্রেনের


আরও পড়ুন: Volodymyr Zelensky: 'অস্ত্র চাই, আশ্রয় নয়', সপাট জবাব দিয়ে রাস্তায় নামলেন ইউক্রেনের প্রেসিডেন্ট     


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)