ওয়েব ডেস্ক: হাজার হাজার জনতার সামনে ঝুলছে দেশের একদা রাষ্ট্রপ্রধান সাদ্দাম হোসেনের দেহ। দেখেছিল গোটা ইরাক, তামাম দুনিয়া। 'ডিক্টেটর' তকমাপ্রাপ্ত রাষ্ট্রপ্রধানের মুখ থেকে জিভ বেড়িয়ে না আসা পর্যন্ত ঝুলিয়ে রাখা হয়েছিল তাঁকে। ছটপট করতে করতে শরীর নিস্তেজ হয়ে যাওয়া পর্যন্ত আমজনতা দেখেছিল সাদ্দাম হোসেনের নারকীয় ফাঁসি। ইতিহাসের পাতায় মার্কিন সাম্রাজ্যবাদের কলঙ্ক না এক 'স্বৈরাচারী' রাজার অধ্যায়ের অন্ত, এই বিচার ও তার ব্যাখ্যা নিয়ে চলবে উত্তাল তর্ক-বিতর্ক। তবে সাদ্দাম নিয়ে মানুষের মনে কৌতূহল যেমন আগেও ছিল, আছে আজও। মানুষের কৌতূহলের দরজাকে এবার উন্মুক্ত করে সাধারণের প্রবেশ হবে সাদ্দামের অন্দরমহলে। হ্যাঁ। সাদ্দাম হোসেনের প্যালেসকে সংগ্রশালা/মিউজিয়াম করার সিদ্ধান্ত নিয়েছে ইরাক। এমনটাই জানানো হয়েছে ন্যাশনাল জিওগ্রাফিক থেকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই সংগ্রহশালার জন্য খরচ করা হবে ৩৫ লক্ষ্য টাকা এবং এর দ্বায়িত্বে থাকবে ব্রিটিশ মিউজিয়াম।


সিনবাদের শহর বসরা, যা ইরাকের দ্বিতীয় বৃহদ শহর, এখানেই হবে ঐতিহাসিক সংগ্রশালা।