সংবাদ সংস্থা: ভারত থেকে আর কোন ও পোলট্রি নেবে না সৌদি আরব। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, বৃহস্পতিবার সৌদি সরকারের কৃষি মন্ত্রক থেকে এ কথা জানিয়ে দেওয়া হয়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- দুর্নীতি মামলায় ৫ বছরের জন্য জেলে গেলেন বেগম খালেদা জিয়া


চলতি বছরের জানুয়ারি মাসে ওয়ার্ল্ড অরগানাইজেশন ফর অ্যানিম্যাল হেল্থ (ওআইই) জানায়, ভারত সরকারের কৃষি মন্ত্রক থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী কর্নাটকের বেঙ্গালুরুর বেশ কিছু পোলট্রি ফার্মে বার্ড ফ্লু ভাইরাসের সন্ধান মিলেছে। আর সেই রিপোর্ট অনুযায়ীই ভারত থেকে পোলট্রি আমদানি বন্ধ করা হয়েছে। সৌদি আরবের পরিবেশ, জল এবং কৃষি মন্ত্রকের তরফে জানানো হয় প্যারিসে অবস্থিত ওআইই-এর রিপোর্টে যে সতর্কতার কথা উল্লেখ করা হয়েছে সেই অনুযায়ীই পোলট্রি আমদানি নিষিদ্ধ করা হয়েছে। 


আরও পড়ুন- সামনেই নির্বাচন, খালেদা-হীন বিএনপি কোন পথে এগোবে?


ওআইই, তাদের ওয়েবসাইটে জানিয়েছে 'এইচ ফাইভ এন এইট' ভাইরাসের কারণে গত ডিসেম্বরে হাজারের কাছাকাছি পাখি নিধন করেছে বেঙ্গালুরুর দশরাহালি গ্রাম। যদিও কী ধরনের পাখির মধ্যে 'এইচ ফাইভ এন এইট' ভাইরাস মিলেছে সে বিষয়ে কোনও স্পষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।