ওয়েব ডেস্ক: সৌদি আরবের মেয়েদের বিদেশে যেতে হলে একজন পুরুষ অভিভাবকের অনুমতি নিতে হবে, এই নিয়ম বাতিলের জন্য আবেদন করেছেন দেশটির ১৪ হাজারেরও বেশি মহিলা! সৌদি আরবের প্রথা অনুযায়ী মেয়েদের কাজ বা লেখাপড়া করতে হলে, অথবা বিদেশে যেতে হলেও একজন পুরুষ অভিভাবকের অনুমতি দরকার হয়। অনেক সময় ফ্ল্যাট ভাড়া নিতে, হাসপাতালে চিকিৎসা করাতে বা আইনী উদ্যোগ নিতে গেলেও পুরুষ অভিভাবকের অনুমতি লাগে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন রাগী মানুষের বুকে ফল্গু নদীও বয় বোঝার জন্য এটা ভালো উদাহরণ
 
এই প্রথার অবসানের জন্য সৌদি মেয়েদের আবেদনের খবর এবং টুইটারে এই সংক্রান্ত খবর ছড়িয়ে পড়েছে। অনেক মেয়েরাই আমিই আমার অভিভাবক লেখা ব্রেসলেটের ছবি শেয়ার করেছেন। কয়েকশ মহিলা সৌদি বাদশার অফিসে টেলিগ্রামও পাঠিয়েছেন। আবেদনটি সৌদি রাজপ্রাসাদে নিয়ে গিয়েছিলেন মহিলারা। কিন্তু সেখানে তাঁদের দাবিটি ইমেল করে পাঠিয়ে দিতে বলা হয়। সে দেশের মহিলারা এখন আশায় রয়েছেন, ঠিক নিয়ম বদলাবে।


আরও পড়ুন অনিল আম্বানি, আজিম প্রেমজিদের ছেলেদের মাইনে কত জানেন?