নিজস্ব প্রতিবেদন : প্রতিদিনের মতো ফুটবল খেলা চলছিল গ্রামের মাঠে। কেউ কিছু বুঝে ওঠার আগেই ভেসে গেল মাঠ। চোখের নিমেশে তলিয়ে গেলেন সাত জন ফুটবলার। এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে মরক্কোর দক্ষিণাঞ্চলে। নদী বাঁধ ভেঙে আচমকাই জল ঢুকে পড়ে স্থানীয় এক মাঠে। সেখানে তখন ম্যাচ চলছিল। মুহূর্তে ভেসে যান ফুটবলাররা। বেশ কয়েকজন সাঁতরে প্রাণে বাঁচলেও সাতজন নিখোঁজ হন। পরে তাঁদের দেহ উদ্ধার হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  কাশ্মীর ভারতের ঘরোয়া বিষয়, রাষ্ট্রসঙ্ঘে নিজেদের অবস্থান বুঝিয়ে দিল রাশিয়া



১৭ বছর বয়সী একজন ও ছয়জন বয়স্ক লোক রয়েছেন নিহতদের মধ্যে। মরক্কোর দক্ষিণাঞ্চলে তারৌদান্ত অঞ্চলের তিজার্ত গ্রামের ওই মাঠে সেই সময় প্রচুর মানুষ ছিলেন। কেউ কিছুই বুঝতে পারেননি। পার্শ্ববর্তী নদী তীরবর্তী অঞ্চলে বাঁধ ভেঙে পড়ায় জল ঢুকতে থাকে গ্রামের ভিতর। মাঠটি অপেক্ষাকৃত নিচু অঞ্চলে থাকায় প্লাবনের জলে ভেসে যায়। মুহূর্তে নিখোঁজ হয়ে যান সাতজন। অনুসন্ধানকারী দল আরও একজন নিঁখোজ ব্যক্তির খোঁজে তল্লাশি চালাচ্ছে।


আরও পড়ুন-  আমাজনের পর জ্বলছে আফ্রিকার জঙ্গলও! ধরা পড়ল নাসার উপগ্রহ চিত্রে


প্রত্যক্ষদর্শীদের দাবি, গত কয়েকদিন ধরেই স্বাভাবিকের থেকে বেশি উচ্চতা দিয়ে ওই নদীতে জল প্রবাহিত হচ্ছিল। তবে বাঁধে কোনওরকম ফাটল কেউ লক্ষ্য করেননি। মনে করা হচ্ছে, জলের তোড়ে বাঁধ ভেঙে গিয়েছে।