Severe Cold: ভয়ংকর শীতে কাঁপছে গোটা দেশ! কোথাও ঘন গাঢ় কুয়াশা, কোথাও বৃষ্টি...
Severe Cold in Bangladesh: বাংলাদেশে এবার বেশ ঠান্ডা পড়ে গেল! রাজধানী ঢাকায় সবচেয়ে বেশি শীত অনুভূত হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া দফতর। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমায় বাংলাদেশে এবার শীতের প্রকোপ বেশি অনুভূত হচ্ছে।
সেলিম রেজা, ঢাকা: বাংলাদেশে এবার বেশ ঠান্ডা পড়ে গেল! রাজধানী ঢাকায় সবচেয়ে বেশি শীত অনুভূত হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া দফতর। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমায় বাংলাদেশে এবার শীতের প্রকোপ বেশি অনুভূত হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।
বাংলাদেশ আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জি ২৪ ঘণ্টার বাংলাদেশ প্রতিনিধিকে এসব তথ্য জানান। আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, সারা বাংলাদেশের মধ্যে ঢাকা এবং এর আশপাশে সবচেয়ে বেশি শীত অনুভূত হচ্ছে। সারা বাংলাদেশের মধ্যে এককভাবে সবচেয়ে বেশি শীত ঢাকায়। এরপরই আরিচায় দ্বিতীয় সর্বোচ্চ শীত অনুভূত হচ্ছে।
কী কারণে বেশি শীত অনুভূত হচ্ছে-- এমন প্রশ্নে তিনি বলেন, ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান মাত্র ২.২ ডিগ্রি সেলসিয়াস। এ কারণেই বেশি শীত অনুভূত হচ্ছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান যত কমবে ততই বেশি শীত অনুভূত হবে। পাশাপাশি আরিচাতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান দাঁড়িয়েছে ২.৩ ডিগ্রি সেলসিয়াস। মূলত ব্যবধান কমার কারণে এই দুই জায়গায় আজকে সবচেয়ে বেশি শীত অনুভূত হচ্ছে বলে জানান তিনি।
এদিকে বাংলাদেশের আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ-সহ সারা বাংলাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারা বাংলাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহণ এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। এ ছাড়া সারা বাংলাদেশের রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। ঘন কুয়াশার কারণে সারা বাংলাদেশের কোথাও কোথাও দিনে শীতের অনুভূতি বজায় থাকতে পারে। আগামী পাঁচদিনের মধ্যে বাংলাদেশের উত্তরাংশে হালকা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে সঙ্গে তাপমাত্রাও কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া দফতর।
এদিকে বাংলাদেশে শীতের প্রকোপে হাসপাতালগুলিতে বেড়েছে ঠান্ডাজনিত রোগে ভোগা মানুষের সংখ্যা। ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডাক্তার মিজানুর রহমান কল্লোল বলেন, হাসপাতালে ঠান্ডাজনিত কারণে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বাড়ছে। ঢাকায় ঠান্ডা বেশি হলে আরও রোগীর সংখ্যা বাড়বে।