ওয়েব ডেস্ক: যৌনদাসীদের ধর্ষণের নিয়মকানুন লিখিতভাবে জানিয়েছে আইএস। এবার মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের এক মহিলা অধ্যাপকও সেই সুরে গলা মেলালেন। সুয়াদ সালেহ নামে ওই অধ্যাপিকার মন্তব্য, ধর্মেই আছে বিধর্মী মহিলাদের ধর্ষণের বিধান। টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাত্‍কারে এই মন্তব্য করেন তিনি। ইজরায়েলের নাম করে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ওই অধ্যাপিকা বলেছেন, ধর্মযুদ্ধের সময় বন্দি মহিলাদের যৌনদাসী করে রাখা আইনসিদ্ধ। ইসলামের নামে মিথ্যা প্রচার চালাতেই এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে। জানিয়েছেন মুসলিম সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিরা।


মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের মহিলা অধ্যাপকের এই মন্তব্যের জেরে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। অনেকেই বলছেন ধর্মের অপব্যাখ্যা করেছেন ওই অধ্যাপিকা।