পুলওয়ামায় জঙ্গি হামলা : পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্যকে সমর্থন শাহিদ আফ্রিদির
পুলওয়ামার ঘটনা নিয়ে মঙ্গলবারই প্রথম প্রকাশ্যে মুখ খুলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
নিজস্ব প্রতিবেদন : পুলওয়ামার নৃশংস জঙ্গিহানার পর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে গোটা দেশ। পুলওয়ামার ঘটনা নিয়ে মঙ্গলবারই প্রথম প্রকাশ্যে মুখ খুলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। কার্যত তিনি ভারতের ঘাড়েই দায় চাপিয়েছেন। পাক প্রধানমন্ত্রীর বক্তব্যকে পূর্ণ সমর্থন করলেন পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদি।
মঙ্গলবার পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, "কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার সঙ্গে পাকিস্তানের কোনও যোগ নেই। পাকিস্তান সন্ত্রাসবাদের জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।এখন পাকিস্তান স্থায়িত্বের দিকে এগোচ্ছে।" এই সময় কেন এমন হামলা করবে পাকিস্তান, সেটাই জানতে চেয়েছেন ইমরান খান। তাঁর দাবি, "কাশ্মীরে কিছু হলেই পাকিস্তানের দিকে আঙুল তোলে ভারত। ভারত প্রমাণ দিলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। সন্ত্রাসবাদ নিয়েও আলোচনা করতে প্রস্তুত।"
ইমরান খানের এই বক্তব্যকে সমর্থন করে শাহিদ আফ্রিদি টুইট করেছেন, "অ্যাবসোলুটলি ক্রিস্টাল অ্যান্ড ক্লিয়ার"।
আরও পড়ুন - পুলওয়ামা হামলাকে ‘ভয়াবহ’ বললেন ট্রাম্প, ইঙ্গিতও দিলেন সঠিক সময়ের জবাব দেওয়ার