ওয়েব ডেস্ক : পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন শাহবাজ শরিফ। সম্পর্কে যিনি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই। পাক সংবাদমাধ্যম সূত্রে এমনই খবর। বর্তমানে পাকিস্তান পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী পদে রয়েছেন শাহবাজ শরিফ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পঞ্জাব বিধানসভার একজন বিধায়ক হিসেবে ১৯৮৮ সালে নিজের রাজনৈতিক কর্মজীবন শুরু করেন শাহবাজ শরিফ। পরবর্তীতে দফায় দফায় তিনবার পঞ্জাবের মুখ্যমন্ত্রী হন তিনি। একজন দক্ষ প্রশাসক হিসেবে তাঁর খ্যাতি আছে। পঞ্জাবের স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়ন সাধনে তাঁর উদ্যোগ প্রশংসনীয়।


তবে, শাহবাজই যদি নওয়াজের উত্তরসূরি হিসেবে পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী বিবেচিত হন, তাহলে তাঁকে নির্বাচনে জিতে আসতে হবে। কারণ এই মুহূর্তে শাহবাজ শরিফ পাক ন্যাশনাস অ্যাসেমব্লির সদস্য নন। উপনির্বাচনের আগে মাঝের এই সময়ে অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাতে পারেন পাক প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ।


পানামা গেট মামলায় আজ অভিযুক্ত সাব্যস্ত করা হন নওয়াজ শরিফ। বেনামি সম্পত্তি রাখার অভিযোগে তাঁকে প্রধানমন্ত্রিত্ব থেকে বরখাস্ত করে পাক সুপ্রিম কোর্ট। একইসঙ্গে নির্দেশ দেয়, শরিফ ও তাঁর পরিবারের বিরুদ্ধে ফৌজদারি তদন্তের। পাশাপাশি জানিয়ে দেয়, সারা জীবনের মত আর কখনওই প্রধানমন্ত্রিত্বের জন্য লড়তে পারবেন না তিনি।


আরও পড়ুন, পানামা গেট মামলায় দায়ী; পাক প্রধানমন্ত্রীত্ব হারালেন নওয়াজ শরিফ