ওয়েব ডেস্ক : একটা অজানা কারণ। একটা অজানা রহস্য। আর তাতেই নাকি ঘনিয়ে আসবে পৃথিবীর মেয়াদ! ২৯ জুলাই, মাত্র দুদিন পরেই পৃথিবীর বুকে নাকি মহাপ্রলয় নেমে আসবে। সামনে আসবে হাড়হিম করা কিছু তথ্য। গাঁজাখুরি নয়। এমনটাই বলছে...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১৭ মিনিটের একটা সিনেমা। নাম, "Why the World Will End Surely on 29 July 2016? Shocking facts"। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই হইচই শুরু হয়ে গেছে সিনেমাটি নিয়ে। ৯ জুলাই আপলোড করা হয় ভিডিওটি। আর ইতিমধ্যেই ভিডিওটি দেখে ফেলেছেন ৩৫ লাখেরও বেশি মানুষ। সিনেমাটি তৈরি করেছে আর্মাগেডন নিউজ অ্যান্ড ব্রডকাস্ট। সিনেমাটিতে আরও বলা হয়েছে, আবার পৃথিবীতে ভগবান যীশুর আবিভার্ব হবে। আর তিনিই এই বিপদ থেকে পৃথিবীকে রক্ষা করবেন। দেখুন সেই ভিডিওটি,



আরও পড়ুন, '২০১৬ সালেই পৃথিবী ধ্বংস হবে!' ৫০০ বছর আগে ভবিষ্যদ্বাণী ফরাসী জ্যোতির্বিদের