ওয়েব ডেস্ক: কুয়েতের কাস্টমস অফিসের ছাদে এসে বসেছিল পায়রাটা। দুঁদে, পোড় খাওয়া শুল্ক আধিকারিক তখন কিঞ্চিত হাল্কা মেজাজে জানলা দিয়ে ছাদের দিকে চেয়ে। হঠাত্ চোখে পড়ে পায়রাটি। না পায়রা তো কতই দেখা যায়, অফিসার অবাক হন পায়রার পিঠটি দেখে। চেয়ার ছেড়ে উঠে ভাল করে পর্যবেক্ষণ করতেই নজরে আসে একটা 'ব্যাকপ্যাক'। তারপরই আটক করা হয় ওই সন্দেহজনক শান্তির দূতটিকে। কিন্তু কী ছিল ওই থলীতে?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ব্যাগ খুলতেই চক্ষু চড়ক গাছ সকলের! দেখা যায় ব্যাগ ভর্তি মাদক। কুয়েতের শুল্ক আধিকারিক ও গোয়েন্দাদের অনুমান, পায়রাটিকে পাঠানো হয়েছে ইরাক থেকে। কিন্তু শান্তি দূতকেই এভাবে ধ্বংসের বীজ বাহকের ভূমিকায় দেখে তাজ্জব গোটা দুনিয়া।


আরও পড়ুন- এবার আরও বিপাকে পাকিস্তান, বরাদ্দ কমালো আমেরিকা