ওয়েব ডেস্ক: বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষার প্রশ্নপত্র অনলাইনে ফাঁস হয়ে যাওয়ার পর ইথিওপিয়ায় সোস্যাল মিডিয়ার বিভিন্ন সাইট বন্ধ করে দেওয়া হয়েছে। সরকার বলছে, পরীক্ষার সময় শিক্ষার্থীদের মনোযোগ যাতে লেখাপড়া থেকে অন্য কোনও দিকে সরে না যায় সেজন্যেই এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর আরও একটি উদ্দেশ্য হল, মিথ্যা গুজব রটানো বন্ধ করা। যেসব সাইট বন্ধ করা হয়েছে তার মধ্যে রয়েছে ফেসবুক, টুইটার, ইনস্টগ্রাম এবং ভাইবার। শিক্ষা মন্ত্রকের একজন মুখপাত্র বলেছেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এসব সাইট বন্ধ থাকবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন ফোনকে সুরক্ষিত রাখতে এখনই হোয়াটস অ্যাপের এই ফাংশনটি ডি-অ্যাক্টিভেট করুন!
 
তিনি আরও বলেন, এটা সাময়িক পদক্ষেপ। আগামী বুধবার পর্যন্ত এসব সাইট বন্ধ থাকে। সোশাল মিডিয়ার কারণে পড়ালেখায় ছাত্রদের মনোযোগ যে বিঘ্নিত হয় এটা প্রমাণিত। আফ্রিকার দেশ ইথিওপিয়ায় প্রায়শই ইন্টারনেটের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়। বন্ধ করে দেওয়া হয় বিরোধী নেতাদের ব্লগ এবং মানবাধিকার বিষয়ক ওয়েবসাইট। এর আগেও সে দেশে সোস্যাল মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছিলো। কিন্তু সেটা করা হয়েছিলো মাত্র কয়েক ঘণ্টার জন্যে। এবং সরকারের পক্ষ থেকেও দাবি করা হয়েছিলো যে তারা এসব সাইট বন্ধ করেনি।


আরও পড়ুন  আজ থেকে ফেসবুক নতুন এই সুবিধাটি চালু করছে!