জেট প্লেন নয়, জেট ট্রেন!
জাপানের বুলেট ট্রেন। ভারতেরও হবে! এবারের রেল বাজেটেও সে আশ্বাস মিলেছে। কিন্তু, জানেন কি? বুলেট ট্রেনের আগেও ছিল জেট ট্রেন! সে প্রায় ৫৬ বছর আগের কথা। সাকিন ঠিকানা অবিভক্ত সোভিয়েত ইউনিয়ন।
ওয়েব ডেস্ক : জাপানের বুলেট ট্রেন। ভারতেরও হবে! এবারের রেল বাজেটেও সে আশ্বাস মিলেছে। কিন্তু, জানেন কি? বুলেট ট্রেনের আগেও ছিল জেট ট্রেন! সে প্রায় ৫৬ বছর আগের কথা। সাকিন ঠিকানা অবিভক্ত সোভিয়েত ইউনিয়ন।
কেমন ছিল সে জেট ট্রেন?
ট্রেনের পিঠে বসানো থাকত জেট ইঞ্জিন। আর ট্র্যাক বেয়ে ছুটত ট্রেন। পশ্চিমে ইউরোপ থেকে পূর্বে সাইবেরিয়া, এতটা দূরত্ব অতিক্রম করা রীতিমতো চ্যালেঞ্জ ছিল সাবেক সোভিয়েত প্রশাসনের কাছে। বিমানবন্দর তৈরিও মুখের কথা ছিল না। অগত্যা তারা মাথা খাটিয়ে বের করেছিল এই জেট ট্রেন।
২টো জেট ইঞ্জিন। যেমনটা পাওয়া যায় যুদ্ধবিমানে। তারপর সেই ২টো ইঞ্জিন তারা বসিয়ে দিয়েছিল ট্রেনের ইঞ্জিনের মাথায়। উদ্দেশ্য একটাই, গতি..গতি...গতি।
তবে, ঘণ্টায় ৩৫০ কিলোমিটার বেগে সে গতি এতই বেশি ছিল যে বেলাইন হওয়ার আশঙ্কায় পরীক্ষাস্তরেই সীমাবদ্ধ থাকে জেট ট্রেন।