ওয়েব ডেস্ক: পেরুতে শুরু হয়েছে প্রবল শৈত্যপ্রবাহ। তাপমাত্রার পারদ নেমে গেছে হিমাঙ্কের নীচে ২০ ডিগ্রি সেলসিয়াসে। এপর্যন্ত মৃত্যু হয়েছে ১২টিরও বেশি গৃহপালিত পশুর। শৈত্যপ্রবাহের কবলে পেরুর ১৫টি জেলা। রেকর্ড শীত প্রভাব ফেলেছে পশুপালন ও কৃষি নির্ভর পেরুর মানুষদের জীবিকাতেও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


৭ই জুলাই কাজাখাস্তানের বাইকোনুর কসমোড্রোম থেকে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পাড়ি দেবে রাশিয়ান মহাকাশযান সুয়জ MS01. গতকাল হ্যাঙ্গার থেকে মহাকাশযানটিকে নিয়ে আসা হয় লাঞ্চপ্যাডে। অভিযানে সামিল হবেন রাশিয়ান, মার্কিন ও জাপানের নভোশ্চরা।


 


নয়া সঙ্কটে জিম্বাবোয়ের রোগীরা। স্বাস্থ্যবিমা থাকা সত্ত্বেও চিকিত্সা করাতে হচ্ছে নগদে। অভিযোগ, বিমা সংস্থাগুলির কাছ থেকে চিকিত্সকদের বকেয়ার পরিমাণ পৌছেছে ২২০ মার্কিন ডলারে। আর তাই এই সিদ্ধান্ত চিকিত্সকমহলের।