নিজস্ব প্রতিবেদন: আজ আরব মরু। কিন্তু এক সময় এমন ছিল না। এক সময়ে আরবে ভালোই বৃষ্টি হত। অনেকটাই সবুজ ছিল আরব সেই সময়ে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কী ভাবে জানা গেল? 


হিউম্যান মাইগ্রেশন সংক্রান্ত একটি গবেষণাকাজের সূত্রে জানা গেল, আদিম মানুষদের পাথরযুগের সদস্যরা আরবের মধ্যে দিয়েই পরিযান করেছিল। এবং তখন আরবের ভূপ্রকৃতি সম্পূর্ণ অন্যরকম ছিল।


সেটাই-বা কী ভাবে জানা গেল? গবেষণায় প্রকাশ-- উত্তর আফ্রিকা এবং দক্ষিণপশ্চিম এশিয়ার মধ্যে আদিম মানুষের একটা অংশের পরিযান ঘটেছিল। এরকমই একটি জায়গা হল সৌদির 'খল অময়শান ৪' নম্বর সাইট। এই সাইটে খননকার্য চালিয়ে নানা রকম পাথরের জিনিসপত্র পাওয়া গিয়েছে। খননকাজ করতে গিয়ে জলহস্তীর ফসিল পাওয়া গিয়েছে, পাওয়া গিয়েছে অন্য বন্যজন্তুর ফসিলও।


সেই সময়ে এরকম রুক্ষ অঞ্চলে জলহস্তী কোথা থেকে এল? তখনই আরবের সেই সময়কার পরিবেশ সম্বন্ধে জানা গেল। জানা গেল, আসলে সেই সময়ে আবহাওয়া অনেক জলস্নিগ্ধ ছিল। এই এলাকায় তখন অনেক নদীনালা, ওয়াটারবডি ছিল। হিউম্যান মাইগ্রেশন নিয়ে গবেষণা করতে গিয়ে আরবমরু সম্বন্ধে নতুন তথ্য বেরিয়ে আসায় স্পষ্টঃতই খুশি বিজ্ঞানীরা।


(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)


আরও পড়ুন: Day of the Imprisoned Writer: শিল্পীর ভাবনায় ঠুলি পরানোর অর্থ শিল্পের অবক্ষয়