স্কুল ক্যান্টিনে কিশোরীর সঙ্গে এটাই করল নিরাপত্তারক্ষী! (ভাইরাল ভিডিও)
হতবাক! আচমকা এটা কী হল! স্কুলের ক্যান্টিনের মধ্যে ঝগড়া হচ্ছিল দুই ছাত্রীর। ঝগড়া থামাতে এগিয়ে আসে নিরাপত্তারক্ষী। আর তারপর সবাইকে চমকে দিয়ে এটাই করে সে।
ওয়েব ডেস্ক : হতবাক! আচমকা এটা কী হল! স্কুলের ক্যান্টিনের মধ্যে ঝগড়া হচ্ছিল দুই ছাত্রীর। ঝগড়া থামাতে এগিয়ে আসে নিরাপত্তারক্ষী। আর তারপর সবাইকে চমকে দিয়ে এটাই করে সে।
ঝগড়রত দুজনের মধ্যে এক ছাত্রীকে দুহাতে তুলে মাটিতে আছড়ে ফেলে ওই নিরাপত্তরক্ষী। এরপর ওই কিশোরীর পা ধরে মাটিতে হেঁচড়ে টেনে নিয়ে যায় সে। ঘটনাটি ঘটেছে ক্যারোলিনা হাইস্কুলে। ঘটনাটির ভিডিও করেছে, অপর এক ছাত্রী। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল। দেখুন সেই ভিডিওটি-