ওয়েব ডেস্ক : হতবাক! আচমকা এটা কী হল! স্কুলের ক্যান্টিনের মধ্যে ঝগড়া হচ্ছিল দুই ছাত্রীর। ঝগড়া থামাতে এগিয়ে আসে নিরাপত্তারক্ষী। আর তারপর সবাইকে চমকে দিয়ে এটাই করে সে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঝগড়রত দুজনের মধ্যে এক ছাত্রীকে দুহাতে তুলে মাটিতে আছড়ে ফেলে ওই নিরাপত্তরক্ষী। এরপর ওই কিশোরীর পা ধরে মাটিতে হেঁচড়ে টেনে নিয়ে যায় সে। ঘটনাটি ঘটেছে ক্যারোলিনা হাইস্কুলে। ঘটনাটির ভিডিও করেছে, অপর এক ছাত্রী। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল। দেখুন সেই ভিডিওটি-



আরও পড়ুন, পেটের ভিতর ১৮ বছর ধরে কাঁচি নিয়ে ঘুরলেন প্রৌঢ়!