ওয়েব ডেস্ক: মাঝারি ক্ষমতাসম্পন্ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি ওয়ানের পরীক্ষা সফল। আজ সকালে ওড়িশা উপকূলের আবদুল কালাম আইল্যান্ডের ভ্রাম্যমাণ ক্ষেপণাস্ত্র উতক্ষেপণ কেন্দ্র থেকে এই পরীক্ষা চালানো হয়।


ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম অগ্নি ওয়ান। মাত্র ৯ মিনিট ৪০ সেকেণ্ডে প্রায় ৭০০ কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে পারে এই ক্ষেপণাস্ত্র। লক্ষে অবিচল থাকার জন্য বিশেষ প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। ১৫ মিটার লম্বা এই ক্ষেপণাস্ত্রের ওজন ১২ টন। অতিরিক্ত ১ টন ওজন বহনের ক্ষমতা রয়েছে অগ্নি ওয়ানের। তবে ওজন কমিয়ে দিলে আরও দূরের কোনও বস্তুকে ধ্বংস করার ক্ষমতা রাখে অগ্নি ওয়ান। অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্র তৈরি করেছে DRDO-র অ্যাডভান্স রিসার্চ ল্যাবোরেটরি।