ওয়েব ডেস্ক : আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে নিহত কমপক্ষে ২০ জন আফগান জওয়ান। আফগানিস্থানের হেলমুন্দ প্রভিন্সের লস্কর গাহ শহরে বিস্ফোরণটি ঘটানো হয়। সেইসময় লাইনে দাঁড়িয়ে বেতন তুলছিলেন আফগান সরকারি কর্মচারী ও সেনা-জওয়ানরা। তখনই শক্তিশালী গাড়িবোমা বিস্ফোরণটি ঘটানো হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিস্ফোরণে জখম হয়েছেন কমপক্ষে ৫০ জন। আহতদের নিকটবর্তী হাসপাতালে চিকিত্সা চলছে। এখনও পর্যন্ত কোনও জঙ্গিগোষ্ঠীই হামলার দায়স্বীকার করেনি। তবে প্রাথমিকভাবে অনুমান, হামলার পিছনে রয়েছে তালিবানরাই। সরকার নতুন করে তালিবানদের বিরুদ্ধে দমননীতি ঘোষণা করতেই, পাল্টা আঘাত হানল তালিবানরা।


আরও পড়ুন, "আমার সঙ্গে 'সেক্স' করলেই, অভিযুক্তকে ধরব!"