নিজস্ব প্রতিবেদন: ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল। বুধবার দুপুর দেড়টা নাগাদ পশ্চিম কাবুলে ওই আত্মঘাতী বিস্ফোরণে এখনও প‌র্যন্ত কমপক্ষে ২৬ জনের মৃত্য হয়েছে বলে খবর। আহত ১৮। আহতদের অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-এক কোপে ধড় থেকে আলাদা মুন্ডু, কাটা অংশ হাতে ঝুলিয়েই চম্পট


আফগান স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, কাবুল বিশ্ববিদ্যালয় ও আলি আবাদ হাসপাতালের কাছে একটি শিয়া মাজারের সামনে ওই বিস্ফোরণ ঘটে। সংবাদ মাধ্যম সূত্রে খবর, পার্সি নববর্ষ নওরোজ উপলক্ষ্যে ওই শিয়া মাজারের জড়ো হন কয়েকশো মানুষ। সেখানেই এক ব্যক্তি এসে নিজেকে উড়িয়ে দেয়।


নওরোজ উপলক্ষ্যে কাবুলে এখন ছুটি চলেছে। তার মধ্যেও জঙ্গি হামলার আশঙ্কায় শহরে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। উল্লেখ্য, জানুয়ারি মাসেই এক হামলায় ১০০ জনের মৃত্যু হয়। এক মাসের ব্যবধানে ফের বিস্ফোরণ।