জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হামলা শাপে বর হল। যেন নতুন করে ফিরে এলেন জাপানের প্রধানমন্ত্রী। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাণ খোয়াতে বসেছিলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা (Fumio Kishida। তাঁকে লক্ষ্য করে স্মোক বোমা (Smoke Bomb) ছোড়ে এক আততায়ী। বিকট শব্দে বিস্ফোরণ তারপর ধোঁয়ায় ঢেকে যায় গোটা চত্বর। অল্পের জন্য প্রাণে বেঁচেছিলেন ফুমিও কিশিদা। কোনওমতে নিরাপত্তারক্ষীরা তাঁকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যান। এখন দেখা যাচ্ছে, তাঁর উপরে এই হামলায় আখেরে লাভ জাপানের প্রধানমন্ত্রীরই। হামলার পর করা একটি সমীক্ষায় দেখা গেল, এক ধাক্কায় জনপ্রিয়তা ও জনসমর্থন অনেকটা বেড়ে গিয়েছে ফুমিও কিশিদার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Germany: যুগান্তকারী! শান্তি ও সবুজের লক্ষ্যে পরমাণুশক্তিকে চিরতরে বিদায়, আনন্দ দেশ জুড়ে...


গত কয়েক বছর ধরে জাপানে কমতে শুরু করেছে জন্মহার। সরকারের তরফে এজন্য একাধিক পদক্ষেপ করা হয়েছে। কিন্তু তার প্রভাব সেভাবে দেখা যায়নি। সম্প্রতি জাপান সরকারের তরফে নতুন চাইল্ডকেয়ার প্ল্যান আনা হয়েছে। যেটি ঘিরে বহু সমালোচনা হয়েছে। সরকারের দাবি ছিল, জন্মহার বৃদ্ধি করতেই এই নতুন পরিকল্পনা আনা হয়েছে। 


কেন ধান ভানতে শিবের গীত? কারণ এই সরকারি নীতির সঙ্গেই জুড়ে গিয়েছে কিশিদার ভাগ্য। ওই নীতি প্রণয়নের পর থেকেই দেখা গিয়েছে, ধীরে ধীরে প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও তাঁর দল লিবেরাল ডেমোক্রাটিক পার্টির জনপ্রিয়তা কমতে শুরু করেছে। 


কেন এরকম মনে হয়েছে জাপানবাসীর?


আরও পড়ুন: Dubai Building Fire: প্রতিবেশীর জন্য ইফতারের আয়োজন করছিলেন ভারতীয় দম্পতি, মারা গেলেন আগুনে পুড়ে...


জাপানের ৬০ শতাংশ মানুষই জন্মহার বাড়ানোর ক্ষেত্রে কিশিদা সরকারের নতুন পরিকল্পনার জন্য জনসাধারণের উপর করের চাপ বাড়বে বলে মনে করেন। এবং তাঁরা এই নীতি প্রণয়নের সূত্রে করদাতাদের উপরে চাপ বাড়ানোর  সম্ভাবনার বিরোধিতা করেছেন। এই বিরোধিতা এতই প্রখর যে, ২০২১ সালে নির্বাচনে জয় পেলেও কিশিদার ফের জয় কঠিন হবে বলেই মনে করছে সংশ্লিষ্ট রাজনৈতিক মহল।


কিন্তু জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার উপরে হামলার পরই বদলে যায় এই ছবিটা। এখন মানুষের মনে কিশিদাকে ঘিরে সহানুভূতির হাওয়া বইছে। 


পশ্চিম জাপানের ওয়াকামা শহরে একটি জনসভায় যোগ দিতে গিয়েছিলেন কিশিদা। সেখানে তিনি ভাষণ দিতে উঠলেই তাঁকে লক্ষ্য একটি পাইপের মতো বস্তু ছোড়া হয়। মঞ্চের সামনে তা আছড়ে পড়তেই সঙ্গে সঙ্গে বিস্ফোরণ। কোনও ক্রমে বাঁচেন কিশিদা। এর পরেই জাপানের সংবাদমাধ্যম শনিবার ও রবিবার একটি সমীক্ষা করে। যেখানে দেখা যায় জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার জনসমর্থন এক ধাক্কায় ৩৬ শতাংশ বেড়ে গিয়েছে। গত মাসে যেখানে কিশিদার জনসমর্থন ছিল ১০.২ শতাংশ, দুইদিনেই বেড়ে তা দাঁড়িয়েছে ৪৫.৩ শতাংশ!


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)