নিজস্ব প্রতিবেদন: বেজিংয়ে মার্কিন দূতাবাসের সামনে বিস্ফোরণ। প্রত্যদর্শীদের কথায়, বৃহস্পতিবার মার্কিন দূতাবাসের সামনে একটি বিস্ফোরণের পর এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। যদিও খবরের সত্যতা স্বীকার করেনি চিনা প্রশাসন। ঘটনাস্থলের কাছেই অবস্থিত ভারতীয় দূতাবাস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের পরই এলাকায় ভিড় করে বেশ কয়েকটি পুলিসের গাড়ি। দূতাবাসের সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে তল্লাসি শুরু করে তারা। মার্কিন দূতাবাসের ভিসা আবেদন সংক্রান্ত দফতেরর সামনে ধোঁয়া দেখা গিয়েছে বলে জানা গিয়েছে। 



গত কয়েক মাস ধরে মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের মধ্যে বাণিজ্যযুদ্ধ জারি রয়েছে। একের অপরের বিভিন্ন পণ্য আমদানির ওপর কর বসিয়েছে দুদেশই। এরই মধ্যে এল বিস্ফোরণের খবর। বিস্ফোরণে পুলিসের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। 


 



চিনা পুলিসের তরফে জানানো হয়েছে, আইইডি ব্যবহার করে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে মার্কিন দূতাবাসের ভিতরে বিস্ফোরণের কোনও প্রভাব পড়েনি। সেখানে রোজের মতোই কাজকর্ম হয়েছে। এব্যাপারে মার্কিন দূতাবাস বা মার্কিন বিদেশ দফতরের তরফে মন্তব্য করা হয়নি।