Heat Wave Across Europe: প্রবল তাপপ্রবাহে পুড়ছে দেশ, শহরের পর শহর জুড়ে জারি `রেড অ্যালার্ট`...
Heat Wave Across Southern Europe: তীব্র গরমে গতবছর ইউরোপ জুড়ে ৬০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল! এবারের তাপপ্রবাহের ফলে চলতি গ্রীষ্মেই মৃত্যু গত বছরের চেয়ে অনেক বেশি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। ব্রিটেনের আবহাওয়া কার্যালয় জানিয়েছে, শুক্রবার তাপমাত্রা সর্বোচ্চ শিখরে পৌঁছবে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারত যখন প্রবল বর্ষণে তছনছ, তখন দারুণ তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ। দক্ষিণ ইউরোপের কিছু অংশ ও উত্তর-পশ্চিম আফ্রিকা দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের কারণে এই দুই অঞ্চলের অনেক এলাকাই রেকর্ড ভাঙা তাপমাত্রার সাক্ষী হতে পারে। তাপপ্রবাহের কারণে স্পেন, ফ্রান্স, গ্রিস, ক্রোয়েশিয়া ও তুরস্কের কিছু কিছু অংশের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। ইতালিতে তাপমাত্রা ছুঁতে পারে ৪৮.৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। ফ্লোরেন্স আর রোম-সহ দেশটির ১০ শহরে এরই মধ্যে 'রেড অ্যালার্ট' জারি করা হয়েছে।
আরও পড়ুন: Milan Kundera: প্রয়াত 'একালের কাফকা' কুন্দেরা! 'অস্তিত্বের অসহনীয় লঘুতা'য় জর্জরিত হয়েই কি চলে যাওয়া?
২০২১ সালের অগাস্টে ইউরোপের সর্বোচ্চ তাপমাত্রা ৪৮.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছিল। এদিকে, চলতি জুনই ইউরোপের সর্বকালের সবচেয়ে উষ্ণ জুন মাস ছিল বলে আগেই জানিয়েছিল 'ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম-রেঞ্জ ওয়েদার ফোরকাস্টস'।
মঙ্গলবার ইতালির উত্তরাঞ্চলে প্রচণ্ড গরমে প্রথমে অচেতন হয়ে পড়েন এক ব্যক্তি, পরে তিনি মারা যান বলে খবর পাওয়া যায়। ওই ঘটনার জেরে নিকোলা ফ্রাতোইয়ান্নি নামে ইতালির এক পরিবেশবাদী ট্যুইটে উদ্বেগ প্রকাশ করেছেন। ইতালির আবহাওয়া দফতর এই তাপপ্রবাহের নামকরণ করেছে তাদের দেশের মনীষী লেখক দান্তের মহাকাব্য 'ইনফার্নো'র তিনমাথাওয়ালা দানব সারবেরাসের নামে।
আরও পড়ুন: Boris Johnson: 'তোমাকে এ পৃথিবীতে স্বাগত' অষ্টমবার বাবা হয়ে নবজাতককে বললেন প্রাক্তন প্রধানমন্ত্রী
এদিকে ব্রিটেনের আবহাওয়া কার্যালয় যা জানিয়েছে, তাতে আতঙ্কে গোটা ইউরোপ। ব্রিটেনের আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার তাপমাত্রা সর্বোচ্চ শিখরে পৌঁছবে! বিবিসি ওয়েদার বলছে, দক্ষিণ ইউরোপের বিশাল অংশ জুড়ে শুক্রবার তাপমাত্রা ৪০ ডিগ্রি থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। কোথাও কোথাও তাপমাত্রা এর বেশিও হতে পারে। এই তাপপ্রবাহ শনি-রবিবার পর্যন্ত চলতে পারে।