নিজস্ব প্রতিবেদন: সিরিয়া সরকার সমর্থিত সেনার হামলায় প্রাণ গেল কমপক্ষে ৯৮ জনের। সিরিয়ার রাজধানী দামাস্কাসে পূর্ব শহরতলি গুওতা সরকার বিরোধীদের এলাকা হিসাবে পরিচিত। সোমবার সেখানে বিমান হানা চালায় বাশার আল-আসাদের সেনা। নির্বিচারে বোমা বর্ষণ হয় গোটা শহরে। এক দিনে এত মানুষের মৃত্যু গত তিন বছরে নজিরবিহীন বলে দাবি পর্যবেক্ষকদের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- চিনে ঝুঁকছে নেপাল! চিনা বাঁধে সংস্করণ চাইছে কে পি ওলি


ব্রিটেন দ্বারা প্রভাবিত সিরিয়া মানবাধিকার কমিশন জানাচ্ছে, এই ঘটনায় মৃত্যু হয়েছে ৯৮ জনের। এর মধ্যে রয়েছে ২০ জন শিশু এবং ১৫ জন মহিলা। সাকবা শহরে বিমান হানায় মৃত্যু হয়েছে ১৪ জনের। সেখানে প্রায় ৪০ জন গুরুতর জখম হয়েছেন।


সিরিয়ার এই ঘটনায় তীব্র নিন্দা করেছে ইউরোপিয় ইউনিয়নের বিদেশ নীতি বিষয়ক সচিব ফেডারিকা মঘারিনি এবং মানবিক সাহায্য ও বিপর্যয় মোকাবিলা সংস্থার ইউরোপিয় কমিশনার ক্রিস্টোস স্টাইলিয়ানাইডস যৌথ বিবৃতিতে সিরিয়ার এই ঘটনার উদ্বেগ প্রকাশ করেছেন।


আরও পড়ুন- চিনের মান্দারিনকে সরকারি ভাষা করছে পাকিস্তান!


প্রসঙ্গত, সরকারি সেনার হামলায় গত ডিসেম্বর থেকে প্রায় ৫০০ জনের মৃত্যু হয়েছে সিরিয়ায়। জখম হয়েছেন ২ হাজারের বেশি।